E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খালেদা লন্ডন যাচ্ছেন কাল

২০১৭ জুলাই ১৪ ১২:৪২:৪৮
খালেদা লন্ডন যাচ্ছেন কাল

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে আগামী ১৫ জুলাই, শনিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডন যাচ্ছেন।

বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবনে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। সেখানে তাঁর চোখের চিকিৎসা হবে। তবে তিনি কবে ফিরবেন, তা জানাতে পারেননি। এ ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটা নির্ভর করবে চিকিৎসার ওপর। কারণ সেখানে ওনার চোখের চিকিৎসা আছে।‘ তবে ধারণা করা হচ্ছে, ঈদুল আজহার আগে তিনি দেশে ফিরতে পারেন।

দলের স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি বলেছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কথা বলছে, নির্বাচনের আবহ তৈরি করার চেষ্টা করছে। তাদের নেতারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ভোট চাইছেন। কিন্তু বিরোধী দলকে সে সুযোগ দিচ্ছে না, বাধা দিচ্ছে।

বৃহস্পতিবার রাত ৯টায়রাজধানীর গুলশানে খালেদা জিয়ার সভাপতিত্বেবৈঠক শুরু হয়। এর আধ ঘণ্টা পর বৈঠক থেকে এসে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাস ভবনের ফটকে অপেক্ষমাণ সাংবাদিকদের এ কথা বলেন। পরে তিনি আবার বৈঠকে যোগ দেন।

বিএনপি মহাসচিব বলেন, স্থায়ী কমিটির বৈঠকে দেশের উত্তরাঞ্চলের নয়টি জেলার বন্যা, সেখানে পর্যাপ্ত ত্রাণের অভাবে বন্যার্ত মানুষের দুর্ভোগ, চালসহ দ্রব্যমূল্য বৃদ্ধি, সাম্প্রতিক সময়ে দেশে গুম-খুনের ঘটনা, বিরোধী নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানির বিষয়ে আলোচনা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম বিএনপির নেতা-কর্মীদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে লন্ডন যাচ্ছে দলের নীতিনির্ধারকদের একটি দলও। সেই দলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, তাঁর ছেলে ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল যাচ্ছেন। এ ছাড়া একটি সেমিনারে অংশ নিতে আগামীকাল (শুক্রবার) লন্ডন যাচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

সফরে যুক্তরাজ্য বিএনপি, যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এ ছাড়া বিদেশি কূটনীতিকদের সঙ্গে দু-একটি বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

বিএনপির দলীয় বিভিন্ন সূত্রে জানা যায়, সফরে বিএনপি চেয়ারপারসন তাঁর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে নির্বাচনকালীন সহায়ক সরকার, আগামী নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী, দল ও অঙ্গসংগঠনের নেতৃত্বসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ করবেন।

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘ দলীয় পোর্টফোলিওতে এক নম্বর, দুই নম্বর দুই শীর্ষনেতার কথা হবে এ সফরে। এর ফলাফল কী হয়, এটা দেখার জন্য তো আগ্রহের মাত্রাটা একটু বেশিই থাকবে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘চেয়ারপারসন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে কিছু ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন।

এদিকে, খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলাপ-আলোচনা চলছে। আগামী নির্বাচনের আগে চেয়ারপারসনের এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন দলের নেতাকর্মীরা। দলের শীর্ষ দুই নেতা আগামী দিনের আন্দোলন, দল পরিচালনার কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে মনে করছেন তাঁরা।

গত বছর ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

(ওএস/এসপি/জুলাই ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test