E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ফরহাদ মজহার  শুধু লেখক নন কারো কারো গুরু বাবা’

২০১৭ জুলাই ১৪ ১৪:৪৯:৫৩
‘ফরহাদ মজহার  শুধু লেখক নন কারো কারো গুরু বাবা’

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ফরহাদ মজহার শুধু লেখক নন কারো কারো গুরুবাবা। যারা ফরহাদ মজহার ইস্যুতে অপহরণের নাটক নিয়ে প্রতিবাদ করেছিলেন তারা আজ পত্র-পত্রিকা পড়ে চুপ কেন?

তিনি (ফরহাদ মজহার) যে কি তা মুখে বলতে পারছি না। অর্চনা নামে নারীর আদালতে দেয়া বক্তব্যের পর লজ্জা হয়। কারো লজ্জা না হলেও তার সম্পর্কে কথা বলতে আমার লজ্জা হয়।

‘স্বাধীনতা বিরোধী ঘাতক দালালদের সাথে আপোস নয়, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সন্ত্রাস জঙ্গিবাদ দমনে ঐক্যবদ্ধ হউন’ শীর্ষক আলোচনায় সভার সভাপতিত্ব করেন অ্যাডভোকেট সাজওয়ার হোসেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি'র কাছে আমার প্রশ্ন ফরহাদ মজহার কি আপনাদের গুরুবাবা? এ রকম আরো কতোজন গুরুবাবা আপনাদের রয়েছে জানাবেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর কাছে উন্নয়নের রোল মডেল। দীর্ঘদিন বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ৬ শতাংশ। সেখানে বেড়ে দাড়িয়েছে ৭ শতাংশ। বাংলাদেশে সাংঘর্ষিক রাজনীতি না থাকলে প্রবৃদ্ধি আরো ২ শতাংশ বাড়তো বলেও উল্লেখ করেন তিনি।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. সাহেদা ওবায়েদ, তালুকদার মোহাম্মদ ইউনুস এমপি, তাঁতীলীগের কার্যকরী সভাপতি সাধনা দাশগুপ্ত ও আরও অনেকে।

(ওএস/এসপি/জুলাই ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test