E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে’

২০১৭ জুলাই ১৫ ২৩:১০:৪২
‘আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে’

লক্ষ্মীপুর প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি দেশে-বিদেশে যতই ষড়যন্ত্র করুক না কেন আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। এর কোনো বিকল্প নেই।

জামায়াত-বিএনপি পাকিস্তানের সৃষ্টি উল্লেখ করে মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি-জামায়াত আইএস দ্বারা পরিচালিত। তারা বাংলাদেশকে বিশ্বাস করে না। ৪৪ বছর ধরে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীরা পাকিস্তানের চর হিসেবে কাজ করছিল।

শনিবার বিকেলে স্থানীয় শিশু পার্কে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি একটি সন্ত্রাসবাদী দল, এটা দেশ-বিদেশে স্বীকৃত। এরা বিগত দিনে সব উগ্রবাদ সৃষ্টি করেছে। তাই এদের ষড়যন্ত্র প্রতিহত এবং সরকারি উন্নয়নের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।

প্রায় ১৪ বছর পর অনুষ্ঠিত সম্মেলনে মো. শাহজাহানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামিম, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, আওমী লীগ নেতা একেএম শাহজাহান কামাল এমপি, তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামী লীগ নেতা সৈয়দ মোজাম্মেল হক মিলন ও এম এ মমিন পাটওয়ারী প্রমুখ।

হানিফ বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে বিএনপি ২১ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে। এমনকি শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করেছিল। তাই অপেক্ষায় থাকুন প্রত্যেক হত্যার বিচার হবে।

শেখ হাসিনা সরকারের উন্নয়ন তুলে ধরে হানিফ বলেন, দেশ ছিল অন্ধকারে, তখন বিএনপি সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। খাদ্য উৎপাদন ছিল ২ কোটি ৭৬ হাজার মেট্রিক টন, সেখানে আমরা উৎপাদন করেছি ৩ কোটি ৯৬ মেট্রিক টন। বিদ্যুৎ উৎপাদন ছিল ৩ হাজার একশ মেগাওয়াট, আমরা ক্ষমতায় এসে গত ৮ বছরে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি।

(ওএস/এএস/জুলাই ১৫, ২০১৭)


পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test