E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জামায়াতের মেয়েরা বাড়িতে বাড়িতে গিয়ে ইসলামের নামে ভুল ব্যাখ্যা দিচ্ছে’ 

২০১৭ জুলাই ১৬ ২১:২৯:৩৩
‘জামায়াতের মেয়েরা বাড়িতে বাড়িতে গিয়ে ইসলামের নামে ভুল ব্যাখ্যা দিচ্ছে’ 

মাদারীপুর প্রতিনিধি : নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান বলেন, জামায়াতের কিছু মেয়েরা বাড়িতে বাড়িতে গিয়ে ইসলামের নামে ভুল ব্যাখ্যা দিচ্ছে। ইসলামের নামে যাতে কেউ ভুল ব্যাখ্যা না দিতে পারে এজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

রবিবার সকালে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে ফুলের বাগান ও আইসিটি ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যুবক-যুবতীদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে আইএস বানাচ্ছে জামায়াত ইসলাম। তাদের বলা হয়, আত্মঘাতী বোমায় নিহত হলে জান্নাতে যাবে। এমন কথা কোরআন হাদিসের কোথায়ও উল্লেখ্য নেই।

গত বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর বৈঠকে শাজাহান খানকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম (মাদারীপুর-৩ আসনের সাংসদ সদস্য) ‘দানব’ বলায় এমপি নাছিমের কঠোর সমলোচনা করেন নৌ-মন্ত্রী।

তিনি বলেন, একজন রাজনীতিবিদের মুখে এমন ভাষা শোভা পায় না। মানুষ কিভাবে দানব হয়, তা জানা নেই। একজন রাজনীতিবিদের সমলোচনা করা, একটি সীমাবদ্ধের মধ্যে থাকা উচিৎ। তা না হলে প্রকৃত পক্ষ সেও রাজনীতিবিদ হতে পারেনা বলেও মন্তব্য করেন মন্ত্রী।

শাজাহান খান আরো বলেন, যখন কেউ মাঠে থাকেনা, তখন শাজাহান খান মাঠে থাকে। বিএনপি-জামায়াতের সকল জ্বালাও-পোড়াও আন্দোলন এই শাজাহান খানই প্রতিহত করছে বলেও দাবী করেন নৌ-মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. নুরুল হকসহ অন্যরা।

(এএসএ/এএস/জুলাই ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test