E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘খালেদা জিয়া দেশকে সংবিধানের বাইরে ঠেলে দেয়ার ষড়যন্ত্র করছেন’

২০১৭ জুলাই ১৭ ১১:০১:২১
‘খালেদা জিয়া দেশকে সংবিধানের বাইরে ঠেলে দেয়ার ষড়যন্ত্র করছেন’

স্টাফ রিপোর্টার : জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে সংঘাত-অশান্তির ষড়যন্ত্র করছেন।

রবিবার বিকেলে রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা মহানগর জাসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাসদের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, খালেদা জিয়ার এজেন্ডা নির্বাচন নয়, তার আসল উদ্দেশ্য অসাংবিধানিক-অস্বাভাবিক সরকার আনা।

ইনু বলেন, সব ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করাই গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির প্রধান জাতীয় কর্তব্য।

তিনি আরও বলেন, গণতন্ত্র-নির্বাচনে যুদ্ধাপরাধীরা যেমন হালাল না, তেমনই আগুন-সন্ত্রাসীরাও হালাল না।

জাসদ সভাপতি বলেন, প্রয়াত নেতা জাফর সাজ্জাদ খিচ্চু রাজনীতিতে সততা ও সাহসের যে পরিচয় দিয়েছেন তা অনুকরণীয়। তিনি আমৃত্যু শ্রমিক-গরিব-মেহনতি মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছেন।

মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য অ্যাড. হাবিবুর রহমান শওকত, সহ-সভাপতি ফজলুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, আফজাল হোসেন খান জকি, ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল প্রমুখ।

(ওএস/এএস/জুলাই ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test