E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপির শক্তি দিন দিন কমে যাচ্ছে’

২০১৭ আগস্ট ০৫ ১১:৩৯:৫৭
‘বিএনপির শক্তি দিন দিন কমে যাচ্ছে’

স্টাফ রিপোর্টার : সরকারের পদত্যাগ করা উচিত, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, বাংলাদেশ পাকিস্তান নয়, কোন দিকে ইঙ্গিত করে ফখরুল সাহেব পদত্যাগের কথা বলছেন সেটা আমরা জানি।

শুক্রবার বাংলা একাডেমিতে শেখ কামালের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এদের (বিএনপি) শক্তি দিন দিন কমে যাচ্ছে। চেয়ারম্যান দেশের বাইরে, ভাইস চেয়ারম্যান বিদেশে, কবে আসবে কেউ জানে না। টেমস নদীর পাড়ে বসে বসে চোরাগলি খুঁজছেন, কোন গলি দিয়ে ক্ষমতায় যাওয়া যায়।

ওবায়দুল কাদের বলেন, ফখরুল ইসলাম আলমগীর সাহেব, পদত্যাগের কথা বলেন। ৭৫ পরবর্তী সময়ে সবচেয়ে জনপ্রিয় সরকার হলো শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার সরকারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তিনি পদত্যাগের প্রলাপ বকতে শুরু করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, আলমগীর সাহেব, বাংলাদেশ পাকিস্তান নয়। কোন ইঙ্গিতে এ কথা বলছেন সেটা আমরা জানি। এদেশ পাকিস্তান নয়, পাকিস্তানকে পরাজিত করে স্বাধীন হয়েছে।

কাদের বলেন, কোন দিকে ইঙ্গিত করে পদত্যাগের কথা বলেন; আপনাকে বলি ফখরুল সাহেব, আবারও বলি, বাংলাদেশে ১-২ টা আঘাতে স্তিমিত হওয়ার দল আওয়ামী লীগ নয়। শেখ হাসিনার সরকারের ক্ষমতার ভিত ও আওয়ামী লীগের গণভিত্তি অনেক শক্তিশালী। আওয়ামী লীগকে আঘাত করে পরাজিত করা যাবে না।

আওয়ামী লীগের 'অন্ধকার দূর করার প্রতিজ্ঞা এখনো দুর্বল হয়নি' মন্তব্য করে তিনি বলেন, ভয় দেখিয়ে লাভ নেই। আমাদের সরকারের গণভিত ও দলের ক্ষমতার ভিত অনেক। আপনার (ফখরুল) মনের জ্বালা, কষ্ট আমি বুঝি। আন্দোলনের কথা বলেন, কিন্তু মরা গাঙ্গে জোয়ার আসেনি, কবে আসবে জানি না। ঈদ যায়, মাস যায়। কেবলই ডাক, সে ডাক আষাড়ের তর্জন গর্জনেই সার।

বিএনপি চেয়ারপার্সনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ঈদেই দুর্বার আন্দোলন গড়ে তুলবেন, এখন আন্দোলনকে সঙ্গে নিয়ে টেমস নদীর পাড়ে গেছেন। কবে আন্দোলন হবে, কোন বছর, কেউ জানে না।ওবায়দুল কাদের বলেন, বিএনপি আমাদের পদত্যাগ করতে বলে। তারা ৮ বছর, ৮ মিনিটের জন্যও রাজপথে উত্তাপ আনতে পারেনি। সেই ব্যর্থতা নিয়ে তাদের টপ-টু-বটম পদত্যাগ করা উচিত।

এদিকে '৭৫ এর ১৫ আগস্টের পর দলের অনেকেই চেহারা পাল্টিয়েছিলেন মন্তব্য করে কাদের বলেন, আমরা কিন্তু পালিয়ে যাইনি। কিন্তু তখন অনেককে বাড়িতে গিয়ে দরজা নক করেও পেতাম না, বাড়িতে থেকেও বলতেন নেই। অনেক কথা, কিন্তু রাজনীতিতে জীবিতদের সম্পর্কে মন্তব্য করা কঠিন। জীবিতদের নিয়ে সত্য কথা বলা যায় না। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, সংসদ সদস্য র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী প্রমুখ।

(ওএস/এএস/আগস্ট ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test