E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'ষোড়শ সংশোধনী বাতিলের সাথে সরকার অপসারণের সম্পর্ক নাই'

২০১৭ আগস্ট ০৫ ১৮:৫৩:৫২
'ষোড়শ সংশোধনী বাতিলের সাথে সরকার অপসারণের সম্পর্ক নাই'

কুষ্টিয়া প্রতিনিধি : জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিল আদালতের রায়, তার সাথে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এর সাথে সরকারের অপসারণের কোন সম্পর্ক নেই। বিএনপি এখন বড় গলায় নির্বাচন নিয়ে গণতন্ত্র নিয়ে উচ্চ কন্ঠে হইচই করছে, তাদের অনেকেই বিশেষ করে বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ আগুন সন্ত্রাসী, রাজাকারের পুত্র, যুদ্ধাপারাধীদের পৃষ্ঠপোষক, তারা চক্রান্তের রাজনৈতিক দোসর এবং বঙ্গবন্ধুর খুনির ধারক এবং বাহক।

যারা ষোড়শ সংশোধনীর সাথে সরকার অপসারণের বিষয়টাকে সংযুক্ত করে শেখ হাসিনার সরকারকে পদত্যাগের আহ্বান জানাচ্ছেন তারা সংবিধান সম্পর্কে জানেন না এবং আইনকানুন সম্পর্কে জানেন না।

শনিবার (০৫ আগস্ট) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে মা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে দক্ষ মানবসম্পদ ও কর্মসংস্থান সৃষ্টিতে আইসিটি’র ভূমিকা শীর্ষক কর্মশালায় যোগ দেওয়ার আগে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজনৈতিক বক্তব্যের সঙ্গে সংবিধান এবং আইন প্রনয়নের কোন সম্পর্ক নাই। সংসদ আইন তৈরী করে এবং পর্যালোচনা করে, এটা সংসদের কাজ, সংসদ তার কাজ করবে। আদালতের কাজ সুনির্দিষ্ট ভাবে সংবিধানে লেখা আছে, আদালত তার দায়িত্ব পালন করবে। আমরা উচ্চ আদালতের যে রায় ষোড়শ সংশোধনী সম্পর্কে, আমরা এটা খেয়াল করেছি, আমরা এটা পর্যালোচনা করছি।

এসময় উপস্থিত ছিলেন আমলাসরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মহব্বত আলী, কুষ্টিয়া সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল হক, জাসদ কেন্দ্রিয় নেতা মহাম্মদ আব্দুল্লাহ, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, সহকারী ভুমি কমিশনার সুবর্ণা রাণী সাহা, উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরিফ, সাধারন সম্পাদক আহাম্মদ আলীসহ স্থানীয় দলীয় নেতাকর্মী।

(কেকে/অ/আগস্ট ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test