E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আ.লীগের পরাজয়ের কারণ হতে পারে ছাত্রলীগ’

২০১৭ আগস্ট ০৫ ২১:৫৫:৩৪
‘আ.লীগের পরাজয়ের কারণ হতে পারে ছাত্রলীগ’

শাবি প্রতিনিধি : ছাত্রলীগের কিছু ছেলেদের কর্মকাণ্ডের জন্য আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

শনিবার বিকেল সাড়ে ৫টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সিএসই কার্নিভালের সমাপনী অনুষ্ঠানে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে স্লোগান সহকারে প্রবেশ করে। এর প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করে এ মন্তব্য করেন ড. মুহম্মদ জাফর ইকবাল।

তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন। আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের জয়লাভের অনেক সুযোগ আছে।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনকে উদ্দেশ্য করে বলেন, এরকম একটি অনুষ্ঠানে নিজের নামে স্লোগান দিতে দিতে প্রবেশ করাটা ঠিক হয়নি। এখানে যারা বসেছিলেন তারা সবাই তোমার শিক্ষক, তাই শিক্ষকদের সম্মান দেখানো উচিত ছিল। আশাকরি ভবিষ্যতে এমন কাজ আর করবে না।

ড. মুহম্মদ জাফর ইকবাল প্রযুক্তি খাতে বাংলাদেশের ক্রমান্বয়ে উন্নতির বিষয়টি তুলে এনে বলেন, আমাদের প্রচুর ছেলেমেয়ে স্কুল কলেজে পড়াশুনা করছে। পড়াশুনার পাশাপাশি তারা বিদেশের মাটিতেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। প্রতিনিয়িত আমাদের তরুণরা দেশ-বিদেশ থেকে মেধা খাতে পদক নিয়ে আসছে যা আমাদের আশা সঞ্চার করছে।

প্রধান অতিথীর বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সিলেটে একটি বিশেষায়িত আইটি পার্ক স্থাপনের ঘোষণা দিয়ে বলেন, ৩৭৮ কোটি টাকা ব্যয়ে সিলেট শহর থেকে ২০ কিলোমিটার দূরে কোম্পানিগঞ্জে ১৬২ একর জায়গা নিয়ে এই পার্কটি নির্মিত হবে।

অন্যদিকে তিনি শাবিতে ‘আইটি বিজনেস ইনকিউবিশন সেন্টার’ এর জন্য আইসিটি মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়ে প্রতিশ্রুতি প্রদান করেন এবং পিপীলিকা টিমকে একটি আলাদা সার্ভারের জন্য যাবতীয় খরচ আইসিটি মন্ত্রণালয় থেকে বহন করা হবে বলেও জানান।

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শহিদুর রহমান, অধ্যাপ ড. রেজা সেলিম, অধ্যাপক ড. জহিরুল ইসলাম, আইপি ভিশনের সিইও রাকিবুল হাসান, গিগাটেকের সিইও সামিরা জুবেনি হিমিকা প্রমুখ।

এবারের কার্নিভালে প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি এর ‘আইইউটি ফ্ল্যাশ’, প্রথম রানার্সআপ নর্থ সাউথ ইউনিভার্সিটির ‘এনএসইউ ভেন্ডেটা’ এবং দ্বিতীয় রানার্সআপ হয় চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘চুয়েট পাহাড়তলি’।

অন্যদিকে হ্যাকাথনে চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ‘বুলিয়ান, প্রথম রানার আপ শাবির ‘সাস্ট হেক্সাকোর’, ২য় রানার আপ হয় মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)র ‘জুবেনিলস’।

এছাড়া রোবোটিক প্রতিযোহিতায় চ্যাম্পিয়ন শাবির ‘সাস্ট নং-১০’ প্রথম রানার আপ লিডিং ইউনিভার্সিটির ‘ ক্রাশারস-১’, এবং ২য় রানারআপ হয় শাবির ‘সাস্ট প্লাস প্লাস’।

দেশের ৫১টি বিশ্ববিদ্যালয় থেকে ১৬০টি টিম প্রোগ্রামিং প্রতিযোগিতায়, হ্যাকাথনে ২২টি বিশ্ববিদ্যালয় থেকে ৩৬টি টিম, রোবোটিক্স এ ২৮ টি টিম অংশগ্রহণ করে।

এছাড়াও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গতবারের (২০১৬) প্রতিশ্রুত অনুদানের অর্থ দিয়ে ড. এম ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে নির্মিত ‘বিগ ডাটা এনালিটিকস’ ল্যাবের উদ্বোধন করেন।

(ওএস/এএস/আগস্ট ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test