E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সহায়ক সরকারের দাবি মানতে সরকার বাধ্য নয় : সেতুমন্ত্রী

২০১৭ আগস্ট ০৮ ১২:০৪:৩৭
সহায়ক সরকারের দাবি মানতে সরকার বাধ্য নয় : সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি সহায়ক সরকারের যে দাবি জানিয়ে আসছে সে বিষয়ে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সহায়ক সরকারের দাবি মানতে সরকার বাধ্য নয়। একইসঙ্গে এ দাবি যে জনগণের সেটা কিভাবে বোঝা যায় সে প্রশ্নও রেখেছেন তিনি।

বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন নদীর উপর চারটি সেতু নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার সকালে সেতু ভবনের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সহায়ক সরকারের দাবি মানতে আমাদের বাধ্য করতে পারেনি। আমাদের উপর চাপও নেই।

নির্বাচন কমিশন নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সময় এখনও আসেনি। বিএনপি সংলাপে যাওয়ার আগেই এ ধরনের প্রশ্ন তোলা অযৌক্তিক।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে ৩০০ আসনের গ্যারান্টি দিতে পারলেই কেবল তখনই তারা নির্বাচন কমিশনকে নিরপক্ষে মনে করবে।

(ওএস/এসপি/আগস্ট ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test