E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মামলা স্থগিতসহ সেনা মোতায়েনের বিষয় স্পষ্ট করতে হবে’

২০১৭ আগস্ট ০৮ ১৫:৩৫:৫৬
‘মামলা স্থগিতসহ সেনা মোতায়েনের বিষয় স্পষ্ট করতে হবে’

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদ বলেছেন, নিরপেক্ষ এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে বিএনপির নামে ২৫ হাজার মামলা শিথিল করতে হবে। যদি চালাতে চায় তারপরেও নির্বাচন পর্যন্ত স্থগিত রাখতে হবে। সেনা মোতায়েন নিয়ে কমিশনের বক্তব্য স্পষ্ট হতে হবে। নির্বাচন চলাকালীন সময়ে সরকারের মন্ত্রী এমপিদের নির্দেশ অবৈধ। তাদের নির্দেশ না মানার ক্ষমতা বা সাহস থাকতে হবে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘নির্বাচনী রোড ম্যাপ : নিরপেক্ষ নির্বাচনে সংকট ও সম্ভাবনা’ গোলটেবিল সভার আয়োজন করে বাংলাদেশ সেন্টার ফর ডায়লগ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিসিডিডি) নামের একটি সংগঠন।

ড. এমাজউদ্দীন বলেন, দেশের সুশীল সমাজের প্রতিনিধিরাও চায় নির্বাচনে সেনা মোতায়েন হোক। ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে নির্বাচনে আগে সেনা মোতায়েন হওয়ায় নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। নির্বাচন নিয়ে তখন কোনো প্রশ্ন ওঠেনি।

তিনি বলেন, সেনাবাহিনী প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত হয়। জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে তাদের সহযোগিতা নেব না কেন? সেনাবাহিনীর ওপর জনগণের আস্থা রয়েছে।

খালেদা জিয়ার অন্যতম পরামর্শক হিসেবে পরিচিত ড. এমাজউদ্দীন আহমদ বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে নিরপেক্ষ নির্বাচন কমিশন অবশ্যই জরুরি। কিন্তু তার পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। কিন্তু বর্তমানে এমন পরিবেশ নেই। ২০১৪ সালের নির্বাচন ছিল জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ভয়ঙ্কর সমালোচনার এবং হাস্যকর।

কমিশনের দেয়া নির্বাচনকালীন রোড ম্যাপ নিয়ে তিনি বলেন, রাস্তার চূড়ান্ত চিত্র অঙ্কন করতে হলে চূড়ান্ত গন্তব্য তৈরি করতে হয়। বাংলাদেশের গন্তব্য হচ্ছে নিরপেক্ষ নির্বাচন, যা জনগণ এবং বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে। এর পর রোড ম্যাপ দিতে হবে।

তিনি বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন ভূমিকা রাখবে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসবে সংবাদ ভেঙে দেয়ার, এমনটাই আশা করি।

তিনি আরও বলেন, বিচারহীনতা আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। ধর্ষণ, ব্যাংক লুট নিয়ে আমাদের লজ্জা হারিয়ে গেছে। এভাবে কোনো স্বাধীন দেশ চলতে পারে না।

সংগঠনের চেয়ারম্যান প্রফেসর ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এবি এম ওবায়দুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি ড. কাজী মনিরুজ্জামান মনির, জিনাপের সভাপতি মিয়া মো. আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/আগস্ট ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test