E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘খালেদা জিয়া আগামী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছেন’

২০১৭ আগস্ট ০৮ ২৩:৫৫:২৭
‘খালেদা জিয়া আগামী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছেন’

স্টাফ রিপোর্টার : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, খালেদা জিয়া আগামী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছেন। তিনি বুঝে গেছেন তার পরাজয়ের কথা। তিনি এখন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টালিজেন্সের (আইএসআই) সঙ্গে যোগাযোগ করছেন। কিন্তু লাভ হবে না।

তিনি বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় বিএনপি খুব উচ্ছ্বসিত হয়েছে। তারা এর আগেও বহুক্ষেত্রে উল্লসিত হয়েছিল। তারা ভেবেছে আমাদের সঙ্গে বিচারবিভাগের বৈরিতা তৈরি হয়েছে। এর আগেও তারা ভারতে নরেদ্র মোদি ক্ষমতায় আসার পর খুব উল্লসিত হয়। কিন্তু তাতে তাদের কোনো লাভ হয়নি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরান ঢাকায় সরকারি কবি নজরুল কলেজে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা স্মরণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মামলার ভয়ে বিদেশে গেছেন এ মন্তব্য করে কামরুল বলেন, কখন কোন মামলার রায় হয়ে যায় তা নিয়ে তার মনে ভয় কাজ করছে। তিনি বহুবার মামলায় হাজিরা দেয়ার তারিখ পরিবর্তন করেছেন। এখন আর আদালত তারিখ পরিবর্তন কিংবা তার হাজির না হওয়ার আবেদন মঞ্জুর করবেন না ভেবে তিনি বিদেশে গেছেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘অনেকে বলেন বঙ্গবন্ধুকে কতিপয় সৈনিক পথভ্রষ্ট হয়ে সপরিবারে খুন করেছে। আসলে তা নয়। পাকিস্তানের ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে খুন করা হয় পরিকল্পিতভাবে। বঙ্গবন্ধু হত্যা মামলার একজন আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করতে গিয়ে দেখতে পেয়েছি জিয়াউর রহমান জড়িত ছিলেন। তাহলে কেন জিয়াউর রহমানকে চার্জশিটভুক্ত করা হয়নি এমন প্রশ্ন জাগে অনেকের মনে। কোনো মৃত ব্যক্তিকে ফৌজদারি বিধিতে মামলার আসামি করা হয় না। জিয়াউর রহমান বেঁচে থাকলে তার বিরুদ্ধে চার্জশিট হতো । মামলায় তা প্রমাণিতও হতো। রাষ্ট্র তার সর্বোচ্চ সাজা নিশ্চিত করত বলে বিশ্বাস করি’।

আলোচনা সভায় সরকারি কবি নজরুল ইসলাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদারের সঞ্চালনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ বিশেষ অতিথির বক্তব্যে শিবিরকে রুখে দেয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, যেখানেই ছাত্রশিবির পাওয়া যাবে সেখানেই ধোলাই দেয়া হবে। শিবিরের প্রশ্নে প্রয়োজনে আইন হাতে তুলে নিতে হবে। মহান স্বাধীনতা যুদ্ধের সময় ছাত্রলীগ পশ্চিমা শাসকগোষ্ঠীর বিরুদ্ধে যেমন আইন হাতে তুলে নিয়েছিল। সেই শিবিরের প্রশ্নে তাই করতে হবে। ছাত্রশিবিরকে মোকাবেলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসফিকা বেগম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রমুখ।

(ওএস/এএস/আগস্ট ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test