E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খালেদার ব্যাংক হিসাব তলব, বিএনপি বলছে ‘রাজনৈতিক হয়রানি’

২০১৭ আগস্ট ১১ ১৩:৩৮:৫১
খালেদার ব্যাংক হিসাব তলব, বিএনপি বলছে ‘রাজনৈতিক হয়রানি’

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাত বছরের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর অঞ্চল ৮’র উপকর কমিশনার মো. সফিউল আজম স্বাক্ষরিত চিঠি বৃহস্পতিবার ব্যাংকগুলোয় পৌঁছেছে। ১৭ আগস্টের মধ্যে ব্যাংকগুলো থেকে হিসাবের তথ্য পাঠাতে হবে।

এনবিআরের চিঠিতে উল্লেখ করা হয়, বেগম খালেদা, পিতা : মরহুম ইস্কান্দার মজুমদার, স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, টিআইএন নম্বর ১৭৩৯৩৯৫৬৭২৯৭/সার্কেল ১৬৩। বাড়ি নং এনইডি-১, রোড নং ৭৯, গুলশান-২ ঢাকা। ২০১০ সালের ১ জুলাই থেকে এই চিঠি পাওয়া পর্যন্ত সমস্ত হিসাব, লেনদেনের তথ্য সাত দিনের মধ্যে জানাতে হবে।

আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১১৩ (এফ) অনুসারে এ হিসাব তলব করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার আয়কর আইনজীবী আহমেদ আজম খান বলেছেন, এ ধরনের কার্যক্রম রাজনৈতিক হয়রানি। কারণ বর্তমানে খালেদা জিয়ার হিসাব জব্দ। এসব অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে মাত্র ৫০ হাজার টাকা তোলার অনুমতি রয়েছে।

এর আগে ওয়ান ইলেভেনের সময় খালেদা জিয়ার ব্যাংক হিসাব জব্দ করেছিল এনবিআর। ওই সময়ে খালেদা জিয়ার নিজ নামে বিভিন্ন ব্যাংকের ৮টি হিসাব জব্দ করা হয়। তখন হিসাব জব্দ করা হলেও প্রতিমাসে খরচের জন্য সব হিসাব মিলে ৫০ হাজার টাকা তোলার অনুমোদন দেওয়া হয়েছিল। বর্তমানে ওই সীমা বহাল রয়েছে।

এ ব্যাপারে আহমেদ আজম খান বলেন, বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছে, ওনার (খালেদা জিয়া) বিরুদ্ধে যেহেতু এনবিআরের মামলা নেই, তাই হিসাব খুলে দেয়া হোক। এতে সরকার রাজি না হওয়ায় বাসা ভাড়া ও অন্যান্য খরচ বাবদ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা তুলতে দেয়ার অনুমতি চেয়েছিলাম, তা-ও আমলে নেয়া হয়নি।

তিনি বলেন, মইনুদ্দিন-ফখরুদ্দীনের আমলে দুই নেত্রীর হিসাব জব্দ করা হয়েছিল। তবে ২০০৮ সালের নির্বাচনের আগেই বর্তমান প্রধানমন্ত্রীর হিসাব খুলে দেয়া হয়। কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হিসাব খুলে দেয়া হয়নি। অর্থাৎ ওই সময় থেকেই ম্যাডামের ওপর জাতীয় রাজস্ব বোর্ড একপেশে নীতি গ্রহণ করে আসছে। এটা অত্যন্ত নিন্দনীয়।

(ওএস/এসপি/আগস্ট ১১, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test