E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেখ হাসিনাকে সরানোর জন্যই রায় পর্যবেক্ষণ : নাসিম 

২০১৭ আগস্ট ১৪ ১৭:১৮:৫০
শেখ হাসিনাকে সরানোর জন্যই রায় পর্যবেক্ষণ : নাসিম 

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরানোর জন্য নানা চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, এ লক্ষ্যেই আজকে রায় বলেন পর্যবেক্ষণ (ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও পর্যবেক্ষণ) বলেন এগুলো শুরু হয়েছে। কারণ চক্রান্তের তো নানা অলিগলি থাকে। এখন নতুন রূপে নতুন ভাবে চক্রান্ত শুরু হয়েছে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে সতীর্থ-স্বজন আয়োজিত ‘তিনিই বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় নাসিম এ কথা বলেন।

খাল খনন থেকে শুরু করে দারোয়ান সরানোর জন্যও এখন হাইকোর্ট নির্দেশ দিচ্ছেন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এতো কাজ করছেন হাইকোর্ট, এখন দেখি সরকারের আর কোনো কাজ করার দরকার পড়ে না। সবই হাইকোর্ট বলে দিচ্ছেন।

তিনি বলেন, যখন বঙ্গবন্ধুকে হত্যা করে বিচার না করে ইনডেমনিটি আইন জারি করা হয় তখন এমন আদালত কোথায় ছিল। তখন কেউ তো বলেনি ‘আমি বিচারক, ন্যায়বিচার পাওয়ার অধিকার সবার আছে। আমি নির্দেশ দিলাম এই কালো আইন বাতিল করে বিচার করা হোক। কেন আদালত নির্দেশ দেয়ার সাহস পয়নি।’

বিএনপি নেতা মওদুদ আহমেদকে ভণ্ড আখ্যায়িত করে নাসিম বলেন, তার কথা শুনে প্রেসক্লাব এখন গরম হয়ে উঠেছে। উনি যখন আইনমন্ত্রী ছিলেন ২০০১ সালের পরে কতবার বলেছেন বিচারক না পাওয়ার কারণে বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাচ্ছে না। কত বড় ভণ্ড তিনি। রায় হওয়ার পরও প্রায় পাঁচ বছর দণ্ড কার্যকর হয়নি শুধু আপিল করা হয়নি বলে। রায় দেয়ার আগে তিনি বিচারক পরিবর্তন করে দিয়েছেন। আজ তিনি বিচারকদের নিয়ে বড় বড় কথা বলেন।’

নাসিম বলেন, খালেদা জিয়া স্লোগান দিয়েছিলেন শেখ হাসিনাবিহীন বাংলাদেশ করতে হবে। এখন শেখ হাসিনা হচ্ছে টার্গেট। শেখ হাসিনা না থাকলে সব ঠিক আছে। শেখ হাসিনা না থাকলে ইচ্ছা মতো দেশ চালানো যাবে, ইচ্ছা মতো রাজাকার দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে।

(ওএস/এসপি/আগস্ট ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test