E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরিজ বোমা হামলা দিবসে আ.লীগের কর্মসূচি

২০১৭ আগস্ট ১৭ ১২:৪০:১৮
সিরিজ বোমা হামলা দিবসে আ.লীগের কর্মসূচি

স্টাফ রিপোর্টার : ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের মদদে জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠী দেশের ৬৩টি জেলার প্রায় ৫ শতাধিক স্থানে একযোগে সিরিজ বোমা হামলা চালায়। ঘৃণ্য ও নারকীয় হামলার এই দিনটিকে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ আওয়ামী লীগ ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী দিবস' হিসেবে পালন করবে।

দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দিবসটি উপলক্ষে ১৭ আগস্ট, বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে বিকেল ৪টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখবেন। এছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আগামী বুধবার (২৩ আগস্ট) বিকেল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দেশের জাতীয় নেতৃবৃন্দ ও বরেণ্য বুদ্ধিজীবীরা আলোচনায় অংশগ্রহণ করবেন।

(ওএস/এসপি/আগস্ট ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test