E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিচার বিভাগের সঙ্গে যুদ্ধ ঘোষণার পরিণতি ভালো হবে না’

২০১৭ আগস্ট ১৮ ১২:৪৭:৫৮
‘বিচার বিভাগের সঙ্গে যুদ্ধ ঘোষণার পরিণতি ভালো হবে না’

স্টাফ রিপোর্টার : ‘রাষ্ট্র বিচার বিভাগের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, এর পরিণতি ভালো হবে না’ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জেএসডি আয়োজিত ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায় : অনাকাঙ্ক্ষিত বিতর্ক ও বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেএসডি সভাপতি বলেন, গত ৪৬ বছরের ইতিহাসে এমন রায়ের নজির নেই। এ রায়ে জনগণের কথা ফুটে উঠেছে, যা সরকারের ভালো লাগেনি।

তিনি বলেন, সরকার একে একে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এখন তারা বিচার বিভাগকেও ধ্বংস করতে চায়। এজন্য বিচার বিভাগের প্রতি তারা কার্যত যুদ্ধ ঘোষণা করেছে।

রায়কে স্বাগত জানিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকারের আচরণ দেখে মনে হচ্ছে তারা বিচার বিভাগের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করছে। সরকার চাপ দিয়ে রায় প্রত্যাহার করতে চাচ্ছে। তাদের আচরণটা এমন যে, ‘থুথু তুমি ফেলেছ, তুমিই গিলে ফেল’।

তিনি বলেন, দেশের মানুষ এ রায় মেনে নিয়েছে। এ রায় ১৬ কোটি মানুষের মনঃপুত হয়েছে। ১৬ কোটি মানুষের মনের কথা রায়ে উঠে এসেছে। অনেক নির্মম সত্য এখানে এসেছে। একক কোনো ব্যক্তিকে দিয়ে ইতিহাস তৈরি হয় না, হয়নি। আমরা এ রায়ের প্রতি শ্রদ্ধা জানাই। এ রায় জাতিকে ভবিষ্যতের পথ দেখাবে।’

মান্না আরও বলেন, এ রায় নিয়ে আমরা কোনো রাজনীতি করতে চাই না। আমরা চাই প্রধান বিচারপতি তার অবস্থানে অনঢ় থাকুক। কোনো চাপের কাছে তিনি মাথানত করবেন না।

তিনি এ সময় ষোড়শ সংশোধনীর রায়ের পক্ষে জনমত গড়ে তোলারও আহ্বান জানান।

আ স ম আবদুর রবের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন। আলোচনায় অংশ নেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন। আলোচনায় অংশ নেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

(ওএস/এএস/আগস্ট ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test