E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাদের সঙ্গে কিসের সংলাপ : শিল্পমন্ত্রী

২০১৪ জুন ২৮ ১১:৪৪:৩১
তাদের সঙ্গে কিসের সংলাপ : শিল্পমন্ত্রী

স্টাফ রিপোর্টার :  শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সংলাপের কথা যারা বলেন তাদের মনে রাখা উচিত প্রধনমন্ত্রীই প্রথম সংলাপের আহ্বান করেছিলেন। সে সময় যারা আলোচনাকে বানচাল করেছিল, তাদের সঙ্গে আবার কিভাবে আলোচনা হয়।

শনিবার সকালে দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে শিল্পমন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, যারা এ সরকারকে মানেন না। তাদের সঙ্গে কি করে আলোচনা হয়। যারা মুক্তিযুদ্ধকে মানে না তাদের সঙ্গে কি করে এদেশের মানুষের আপোষ হতে পারে। তাদের সঙ্গে এক টেবিলে বসে কিসের আপোষ আমি উপলব্ধি করতে পারি না।
তিনি বলেন, অতীতে যেমন সমস্ত অপশক্তিকে মোকাবিলা করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, আগামীতেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। এর আগে খালেদা জিয়া যেমন বলেছিলেন, আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না, তখনও আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। এবারও উনি বলেছে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। পুনারায় আওয়ামী লীগ ক্ষমতায় এসে তার এই কথার প্রমাণ দেবে।

(ওএস/এইচআর/জুন ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test