E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘রায় নিয়ে লাফাচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চারা’

২০১৭ আগস্ট ২২ ২০:৪১:৪৯
‘রায় নিয়ে লাফাচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চারা’

স্টাফ রিপোর্টার : সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে ইঙ্গিত করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘এখন দুই একজন লাফাচ্ছে। একটি রায় দিয়েছে ওই রায় নিয়ে লাফাচ্ছে। রায় দিছে আর কিছু অবজারভেশন দিছে। এরা হলো ছাগলের তিন নম্বর বাচ্চা।’

মঙ্গলবার রাজধানীর মতিঝিল ফেডারেশন ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এ অনুষ্ঠানের আয়োজন করে।

শেখ সেলিম বলেন, ‘ষড়যন্ত্রকারীদের আল্লাহ একভাবে বিচার করে। মোস্তাকের গায়ের চামড়া পচে খসে খসে পড়েছে। পাপ বাপেরে ছাড়ে না। জিয়া (জিয়াউর রহমান) যদি বঙ্গবন্ধুকে রক্ষা করতে এগিয়ে আসতো, তাহলে তার ওই অবস্থা হতো না।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে যারা বেঈমানি করেছে, তাদের পরিণতি করুণ হবেই। শফিউল্লাহ তো জীবিত মৃত্যু। ও বলে একজন সিপাহী; ও তো একটা বিড়ালের চেয়ের খারাপ।’

তিনি বলেন, ‘এখন দুই একজন লাফাচ্ছে। একটি রায় দিয়েছে, ওই রায় নিয়ে লাফাচ্ছে। রায় দিছে আর কিছু অবজারভেশন দিছে। এরা হল ছাগলের তিন নম্বর বাচ্চা। দুইটি খায় আর একটি লাফায়। এদের লাফিয়ে কোনো লাভ হবে না। সময়ের ব্যাপার, যে যা করবে সে তার ফল পাবে।’

সেলিম বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার সঙ্গে শুধু মাত্র কয়েকজন আর্মি অফিসার আর সিপাহিরা জড়িত নয়। এর সঙ্গে আরও অনেকের ষড়যন্ত্র ছিল। বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের বের করতে হবে।’ এজন্য একটি তদন্ত কমিটি গঠনের দাবি করেন তিনি।

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য টিপু মুন্সী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন আহমেদ, প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির সভাপতি জসিম উদ্দিন, বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, এফবিসিসিআইয়ের প্রথম সহ সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ সভাপতি মুনতাকিম আশরাফসহ অন্যান্য পরিচালকরা।

সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করেই ষড়যন্ত্র শেষ হয়নি। এখনও চলছে। এখনও কারো কারো মুখে পাকিস্তানের নাম শুনি। যারা বলেন একক নেতৃত্বে বাংলাদেশ হয় নাই। তারা মুর্খ ছাড়া কিছুই না। আওয়ামী লীগের অনেক কর্মী ছিলেন। কিন্তু নেতা একজনই ছিলেন। তিনি হলেন শেখ মুজিব।’

তিনি বলেন, ‘শেখ কামালের প্রতি একটি অপব্যাখ্যা দেওয়া হয়। তিনি ব্যাংক ডাকাতি করেছেন। এটি একটি ভুল তথ্য। ওই সময়ের ডেপুটি পুলিশ সুপার বলেছেন তাকে ভুল করে গুলি করা হয়েছিল।’

এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘১৫ আগস্ট বাংলাদেশের একটি কলঙ্কের ইতিহাস।

এর মতো আর কলঙ্ক না হোক এটাই আমরা আশা করি। দেশকে নিয়ে ষড়যন্ত্র অতীতে ছিল, এখনও হচ্ছে। ট্যারিফ, নন ট্যারিফ, শ্রমিক আন্দোলন নানা ইস্যুতে এ ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।’

(ওএস/এএস/আগস্ট ২২, ২০১৭)


পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test