E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রকৃত বানভাসীরা ত্রাণ পাচ্ছে না : নোমান

২০১৭ আগস্ট ২৭ ১৪:৩৫:৩৬
প্রকৃত বানভাসীরা ত্রাণ পাচ্ছে না : নোমান

স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির প্রধান সমন্বয়কারী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, এখনও প্রকৃত বানভাসীরা ত্রাণ পাচ্ছে না, চারিদিকে ক্ষুধার্ত মানুষের হাহাকার। দু’মুঠো ভাতের জন্য কাঁদছে মানুষ।

রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নোমান বলেন, আপনারা জানেন, সারাদেশে ভয়াবহ বন্যায় বন্যাকবলিত মানুষ এক অবর্ণনীয় দুর্বিষহ অবস্থার মধ্যে দিনাতিপাত করছেন। দেশের উত্তরাঞ্চলসহ ২৭টি জেলা বন্যায় ভাসছে, সীমাহীন কষ্টে নিপতিত বানভাসীরা। ইতোপূর্বে বাংলাদেশে এত বড় প্রাকৃতিক বিপর্যয় ঘটেনি। একদিকে খাদ্য সঙ্কট অন্যদিকে আশ্রয়কেন্দ্রগুলোতে বানভাসী মানুষের উপচেপড়া ভিড়ের দৃশ্য সত্যি হৃদয়বিদারক।

বিএনপির এই নেতা বলেন, আশ্রয়কেন্দ্রে ঠাঁই না পেয়ে খোলা আকাশের নিচে কোনো রকমে স্থান করে নিয়েছে অসহায় নিরন্ন বন্যার্ত মানুষ। বন্যাদুর্গত এলাকাগুলোতে ডায়রিয়া, আমাশয়সহ পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে।

তিনি বলেন, আমি বন্যাদুর্গত জামালপুর, শেরপুরসহ বেশ কয়েকটি জেলায় ত্রাণ বিতরণ করতে গিয়ে দেখেছি তাদের দুঃখ-দুর্দশা ও অবর্ণনীয় দুর্ভোগের চিত্র। বন্যাদুর্গতারা পানি সাঁতরে কিভাবে খাবারের জন্য আসে, সেই দৃশ্য এখনও আমার চোখে ভাসছে। অথচ বিএনপির ত্রাণ কার্যক্রমেও আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারি দলীয় লোকেরা বাধার সৃষ্টি করছে।

ষোড়শ সংশোধনী নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় ঘোষণার পর বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী নেতারা প্রধান বিচারপতি ও বিচার বিভাগকে নিয়ে যেভাবে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন তাতে সরকার হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেছে বলেই মনে হয়।

(ওএস/এসপি/আগস্ট ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test