E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সংসদকে খাটো করায় ষড়যন্ত্রের রাজনীতি উৎসাহিত হয়েছে’

২০১৭ আগস্ট ৩০ ০৯:৪৪:৩৮
‘সংসদকে খাটো করায় ষড়যন্ত্রের রাজনীতি উৎসাহিত হয়েছে’

স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে সংসদকে খাটো করায় ষড়যন্ত্রের রাজনীতি উৎসাহিত হয়েছে।  বিএনপি সে সুযোগ নিচ্ছে।’

মঙ্গলবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে একসেস টু ইনফরমেশন (এটুআই) এবং পিআইবির উদ্যোগে সাংবাদিকতা শেখার ই-লার্নিং প্লাটফর্ম ‘অনলাইন সার্টিফিকেট কোর্স অন জার্নালিজম’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর। এ সময় তথ্য সচিব মরতুজা আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বিচার বিভাগ ও গণমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিচারক ও সাংবাদিকরা গণতন্ত্রে প্রহরীর ভূমিকা পালন করেন। তাই নীতি ও গণতন্ত্রে তাদের অটল থাকতে হবে, রাজনীতির গুটি হওয়া চলবে না, ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া চলবে না, নিরপেক্ষতার নামে মুক্তিযোদ্ধা আর রাজাকারকে এক পাল্লায় মাপা চলবে না।’

হাসানুল হক ইনু বলেন, ‘বিচারপতি চাই, রাজনৈতিক বিচারক চাই না। স্বাধীন আদালত চাই, আদালত রাজনীতির মঞ্চ হবে না। আদালত বিচারকার্য করবে, রাজনীতিতে নাক গলাবে না। বিচারপতিরা ইতিহাস পাঠ করবে, ইতিহাস বিকৃত করবে না। বিচারপতিরা সংবিধানের ব্যাখ্যা দেবেন, জনগণের অভিভাবক হবার চেষ্টা করবেন না। জনগণই দেশের অভিভাবক। একইভাবে সাংবাদিকরা গণমাধ্যমের পবিত্রতা রক্ষা করবেন, মিথ্যাচার, তথ্যবিকৃতি, অপসাংবাদিকতা, পোষা-সাংবাদিকতা থেকে দূরে থাকবেন।’

চিরায়ত, অনলাইন ও নাগরিক সাংবাদিকতার বিভিন্ন দিকে আলোকপাত করে সাংবাদিকদের ডিজিটাল ও অনলাইন পদ্ধতিতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন তথ্যমন্ত্রী।

(ওএস/এএস/আগস্ট ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test