E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ভোটবিহীন নির্বাচন করতে দেয়া হবে না’

২০১৭ সেপ্টেম্বর ০৩ ১৭:৩২:৩৪
‘ভোটবিহীন নির্বাচন করতে দেয়া হবে না’

ঠাকুরগাঁও প্রতিনিধি : অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে আওয়ামী লীগকে আবারও আলোচনায় বসার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটবিহীন নির্বাচন করতে দেয়া হবে না।

সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নিবার্চন হবে জানিয়ে তিনি বলেন, ভোটে যে দল নির্বাচিত হবে তাদের আমরা দেশ চালানোর জন্য ফুলের মালা দেব। সুষ্ঠু ভোটের মাধ্যমে জয়ী হলে তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কাউকে নির্বাচন করতে দেবেন না, সবাইকে দূরে ঠেলে রাখবেন এটা করতে দেয়া হবে না।

রবিবার দুপুর ১টায় ঠাকুরগাঁওয়ের ভেলাজান উচ্চবিদ্যালয় মাঠে সদর উপজেলার ভেলাজান ইউনিয়ন ছাত্রদল আয়োজিত সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেমন ভোট বন্ধ করে দিয়েছিলেন। কেন্দ্রদখল করেছেন। যদি আগামী নির্বাচনে একই রকম ভোটগ্রহণ হয় তবে ছাড় দেয়া হবে না। আমরা আমাদের ভোট কাউকে দিতে দেব না। যে নির্বাচন করে সরকার গঠন করেছেন সেটি নির্বাচন নয়। কারণ ১৫৪ জনকে বিনা ভোটে নির্বাচিত করেছেন।

তিনি বলেন, সরকার জনগণের অংশগ্রহণ ছাড়া বিনাভোটে নির্বাচিত হয়েছে। তাই আমরা বলছি, এ সরকারের নৈতিকতা বা বৈধতা নেই। এই সরকার আসন গ্রহণ করার পর সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ন সরকারপদ্ধতি বাতিল করেছে।

তিনি আরও বলেন, ‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব’ এই সরকার মানুষকে ভয় পায় বলেই বুঝে গেছে আগামী নির্বাচনে তারা জয়ী হতে পারবে না। সেজন্য তারা অজুহাত খুঁজেন বিএনপিকে জনগণের কাছে কলুষিত করার।

বিএনপি শুধু একটা জিনিস চায় দাবি করে মির্জা ফখরুল বলেন, আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নিবার্চন চাই। সে জন্য আগে থেকে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ আবু নূর, সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন ও ছাত্রদলের সভাপতি কায়েস প্রমুখ।

(ওএস/এএস/০৩ সেপ্টেম্বর, ২০১৭)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test