E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি সহায়ক সরকার নিয়ে সংঘাত চায় না’

২০১৭ সেপ্টেম্বর ০৫ ২২:৩১:১৭
‘বিএনপি সহায়ক সরকার নিয়ে সংঘাত চায় না’

স্টাফ রিপোর্টার : নির্বাচনকালীন সহায়ক সরকার ইস্যুতে বিএনপি কোনো সংঘাত চায় না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংলাপের মাধ্যমে সংকট সমাধান করা প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর উত্তরায় নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিএনপির এ অবস্থানের কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা এখনো সংঘাতে যেতে চাই না, আমরা সংঘাত এড়িয়ে যেতে চাই। সত্যিকার অর্থেই একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে আগামী নির্বাচন হোক- সেটা আমরা চাই, সিরিয়াসলি চাই। আমরা কখনোই চাই না যে সেই অতীতের পুনরাবৃত্তি হোক। আমরা নির্বাচনকালে সত্যিকার অর্থে একটা নিরপেক্ষ সহায়ক সরকার চাই। আমরা এ নিয়ে আলোচনা করতে চাই, সমঝোতা করতে চাই। আমরা সব সময় আশা করে আছি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে।’

সংলাপের ব্যাপারে সরকারের নেতিবাচক অবস্থান রয়েছে, এ অভিযোগ করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘উনারা (ক্ষমতাসীনরা) যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়ে থাকেন, দেশের ভালো চান, কল্যাণ চান, গণতান্ত্রিক হয়ে থাকেন, গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে তাদের কথা বলা, সংলাপ করা খুব জরুরি।’

একাদশ নির্বাচন সুষ্ঠু করতে হলে অবশ্যই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘এই সরকারের প্রতি জনগণের আস্থা নেই। আমিই সব- এই দাম্ভিকতা পরিহার করতে হবে। আমি সবকিছু চাপিয়ে দেব- সেই ধারণা বদলাতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী যত ক্ষমতাশালী তার পক্ষে ওই সময়ে (নির্বাচনকালে) চুপ করে থাকা বা কোনো কিছু নিয়ন্ত্রণ না করা- এটা অসম্ভব ব্যাপার। এ কারণে আমরা মনে করি যে, যদি নির্বাচন সুষ্ঠু করতে হয়, তাকে (শেখ হাসিনা) সরে যেতে হবে এবং একটা নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।’

নির্বাচনের আগে সংসদ ভাঙতেই হবে, মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘এর কোনো বিকল্প নেই। এটা তো একটা হাস্যকর ঘটনা যে ৩০০ জনের সংসদ নির্বাচনের সময়ে ৬০০ জনের সংসদ থাকবে। সংসদ ভেঙে দিতেই হবে।’

এ ব্যাপারে বিএনপি সহায়ক সরকারের একটি রূপরেখা যথাসময়ে জাতির কাছে উপস্থাপন করবে বলেও জানান বিএনপি মহাসচিব।

দলের অসংখ্য নেতা-কর্মী ও সম্প্রতি কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের ‘গুম’ ও ‘নিখোঁজ’ হওয়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন, ‘এই যদি হয় দেশের অবস্থা, আমরা কোনো দেশে বাস করছি? এটা তো আমরা আওয়ামী লীগের থেকে আশা করি নাই। নিখোঁজদের খুঁজে বের করে দেওয়া কি সরকারের দায়িত্ব নয়, রাষ্ট্রের দায়িত্ব নয়?’

জঙ্গি নির্মূলে সরকারের বিভিন্ন সময়ে ঘোষণার পরও কিছুদিন পর পর জঙ্গি আস্তানার সন্ধানে জঙ্গি রাষ্ট্র বানানোর কোনো চক্রান্ত হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘এটা (জঙ্গি) খুবই সেনসেটিভ একটা ইস্যু। আমরা বারবার বলেছি যে, ট্রান্সপারেন্ট হোন, স্বচ্ছ হোন। যাকে ধরছেন তাকে মেরে না ফেলে, তদন্ত করুন। এর পেছনে কারা আছে, কারা অর্থ যোগান দিচ্ছে, সংগঠক কারা, কারা কী করছে- তা বের করে নিয়ে এসে জনগণের সামনে তুলে ধরুন। এটা সবচেয়ে বড় দরকার। তা না করে মেরে ফেলছেন। মেরে ফেলে যেটা হচ্ছে যে, সন্দেহ তৈরি হচ্ছে। স্বাভাবিকভাবেই স্বচ্ছতা থাকছে না। লোকে মনে করছে যে, সত্যি সত্যি কি তারা জঙ্গি- অনেক গল্প আছে এগুলো নিয়ে।’

(ওএস/এএস/০৫ সেপ্টেম্বর, ২০১৭)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test