E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিদ্যমান সংবিধানের আমূল পরিবর্তন করা জরুরি’

২০১৭ সেপ্টেম্বর ০৫ ২২:৪০:২০
‘বিদ্যমান সংবিধানের আমূল পরিবর্তন করা জরুরি’

লক্ষ্মীপুর প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব বলেছেন, বিদ্যমান সংবিধানের আমূল পরিবর্তন করা জরুরি। সংবিধান যে অবস্থায় উপনীত হয়েছে তাতে আর কোনো নির্দেশনা নেই।

মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়ন যুবপরিষদের সমাবেশে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোটবিহীন নির্বাচন করে সরকার ক্ষমতা আকড়ে আছে। কিন্তু ক্রমাগত সঙ্কটে দেশ আবর্তিত হচ্ছে। সর্বশেষ আদালতের রায়ের প্রেক্ষিতে সরকার বেশ বেকায়দায় পড়েছে। এর থেকে উত্তরণের কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না সরকার। এতে সরকার ও সরকারি দলের নেতাদের আচরণ-বক্তব্যে চরম হতাশা ফুটে উঠেছে। এসব বক্তব্য খুবই ভয়ঙ্কর। যা রাষ্ট্রের মর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করেছে। আমরা আদালত নিয়ে কোনো হীন রাজনীতি করতে চাই না।

যুব পরিষদ কমলনগর শাখার আহ্বায়ক মাহমুদুর রহমান বেলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জেএসডি সহ-সভাপতি তানিয়া রব, জেএসডি নেতা শাহাদাত হোসেন নিরব, গিয়াস উদ্দিন, লোকমান হোসেন বাবলু, মাহবুবুর রহমান স্বপন, এ বি এম বাবুল মুন্সি, বোরহান উদ্দিন রোমান, মনিরুল ইসলাম মিঠু ও হান্নান হাওলাদার প্রমুখ।

(ওএস/এএস/০৫ সেপ্টেম্বর, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test