E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মিয়ানমারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোমানের

২০১৭ সেপ্টেম্বর ০৯ ১৩:৪১:৩৩
মিয়ানমারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোমানের

স্টাফ রিপোর্টার : মিয়ানমারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের ভূমিকা স্পষ্ট করলে মানবতার শত্রু মিয়ানমারের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়া সম্ভব।’

শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘রোহিঙ্গা মুসলিম গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসী রুখে দাঁড়াও’ শীর্ষক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

২০ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। এ মানববন্ধনের আয়োজন করে।

নোমান বলেন, ‘রোহিঙ্গারাও মানুষ, তারা মুসলমান, মানবিক দিক থেকে তাদের আশ্রয় দেওয়া আমাদের দায়িত্ব। এ ব্যাপারে বিশ্ব জনমত গড়ে তুলতে হবে। জাতিগত এই নিপীড়নে বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে মিয়ানমারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।’

জাগপার সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test