E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেখ হাসিনাকে মাদার অব হিউম্যানিটি বলছে বিশ্ববিবেক : বাণিজ্যমন্ত্রী

২০১৭ সেপ্টেম্বর ১৬ ১৬:৪১:৫৪
শেখ হাসিনাকে মাদার অব হিউম্যানিটি বলছে বিশ্ববিবেক : বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মিয়ানমারে মানুষের ওপর অমানুষিক নির্যাতন ও হত্যা চালানো হচ্ছে। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। তাড়িয়ে দেয়া হচ্ছে দেশ থেকে। এ ঘটনা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে সাময়িকভাবে এ বিপদগ্রস্ত মানুষগুলোকে আশ্রয় দিয়েছেন, খাবার দিচ্ছেন। তাই বিশ্ববিবেক শেখ হাসিনাকে বলছে ‘মাদার অব হিউম্যানিটি’।

শনিবার ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম রচিত চারটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বইগুলো হলো- বঙ্গবন্ধুর মর্মকথা (দ্বিতীয়-খণ্ড), আর্থ-সামাজিক উন্নয়নে জ্বালানি খাতের ভূমিকা : প্রেক্ষিত বাংলাদেশ, চলমান অর্থনীতির বৈশিষ্ট্য এবং সমসাময়িক সাধারণ জ্ঞান।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহিম হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাবেক মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এবং বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ।

তোফায়েল আহমেদ বলেন, যুক্তরাজ্যের চ্যানেল-৪ টিভিতে এ সংক্রান্ত (শেখ হাসিনাকে বলছে ‘মাদার অব হিউম্যানিটি’) প্রতিবেদন প্রকাশ করা হয়। আর বিএনপির নেতারা অন্যায়ভাবে সরকারের সমালোচনা ও মিথ্যাচার করছেন। অথচ এ সংকটময় মুহূর্তে তাদের নেত্রী খালেদা জিয়ার খরব নেই, হারিয়ে গেছেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাসী মিয়ানমারের এ গণহত্যার নিন্দা করছে। অবিলম্বে এ গণহত্যা বন্ধ করা হোক, রোহিঙ্গাদের নিজেদের ঘরবাড়িতে ফিরিয়ে নেয়া হোক।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test