E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঐক্য সৃষ্টির চেষ্টায় বিএনপি ক্লান্ত : ফখরুল

২০১৭ সেপ্টেম্বর ২১ ১৪:৪৬:১৮
ঐক্য সৃষ্টির চেষ্টায় বিএনপি ক্লান্ত : ফখরুল

স্টাফ রিপোর্টার : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ঐক্য সৃষ্টির চেষ্টা করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। সরকার (আওয়ামী লীগ) তো কখনও ঐক্যের কথা বিশ্বাস করে না।’

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রোহিঙ্গাদের জন্য বিএনপির ত্রাণ তহবিলে অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে নগর বিএনপির দক্ষিণের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য দুই লাখ টাকার ত্রাণ সহায়তা দলের মহাসচিবের হাতে তুলে দেয়া হয়।

রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের বিকল্প নেই- এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সব সময়েই বলে আসছি রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারের জাতীয় ঐক্যের উদ্যোগ নেয়া উচিৎ। কারণ, তাদের সংখ্যা প্রায় ১ মিলিয়ন ছাড়িয়ে গেছে, তাদের ফিরিয়ে দিতে হলে জাতীয় ঐক্যের বিকল্প নেই।’

রোহিঙ্গা ইস্যুতে বিশ্বজনমত তৈরি করতে সরকারকে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বানও জানান মির্জা ফখরুল।

ঐক্যের বিষয়ে ফখরুল আরও বলেন, একটি প্রবাদ আছে- আমি ছাড়া আর কেউ নেই। তারা (সরকার) আওয়ামী লীগ ছাড়া আর কেউ নেই। দুঃখজনক ব্যাপার সরকার রোহিঙ্গা ইস্যুতে প্রথমে সাড়া দেয়নি। আমাদের চিৎকার ও আহ্বানে জনমত তৈরি হওয়ার পর বিশ্ববাসী যখন সোচ্চার হয়েছে তখন তারা সাড়া দিতে বাধ্য হয়েছে। তবে এখন পর্যন্ত রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।’

ফখরুল অভিযোগ করেন, সরকার ঐক্যে বিশ্বাস করে না বলেই রোহিঙ্গা সমস্যা সমাধানে এখনও পর্যন্ত কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা তৈরি করতে পারেনি।

বিএনপির মহাসচিব বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে রোহিঙ্গা সমস্যা। জাতিগত নিধনের চেষ্টায় মিয়ানমার সরকার যাদের ওপর নির্যাতন করছে, দেশ ত্যাগে বাধ্য করছে সেই রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সম্মিলিত প্রচেষ্টায় আমরা ঐক্য সৃষ্টি করতে চাই। এ ব্যাপারে সমগ্র বিশ্বকে আহ্বান জানাই রোহিঙ্গাদের পাশে দাঁড়ান।

তিনি বলেন, ‘সমগ্র বাংলাদেশের মানুষ রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এবং তারা যথাসাধ্য সামর্থ্য নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়াচ্ছে। বারবার বলেছি, এদের শুধুমাত্র রোহিঙ্গা বলার কোনো কারণ নেই। এই নির্যাতন হচ্ছে মানুষের ওপর, মানবতার ওপর।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test