E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আলাউদ্দিন  হোসেন’র কবিতা

২০১৭ অক্টোবর ০৮ ১৫:০৩:৫৪
আলাউদ্দিন  হোসেন’র কবিতা







 

শরতের স্নিগ্ধ পরশ

বর্ষার একঘেঁয়ে করুণ ক্রন্দন ক্রমে ক্রমে থেমে গেছে
প্রকৃতিতে আগমন ঘটেছে শরতের স্নিগ্ধ রুপের শান্ত পরশ।
আকাশে বাতাসে শরতের অনাড়ম্বর রুপের আনাগোনা
খেকশিয়াল বনবেড়াল আর পাখির কাকলীতে মুখরিত বনভুমি।

হালকা কুয়াশা আর বিন্দু বিন্দু জমে ওঠা শিশির শরৎ প্রভাতের অপরুপ উপহার।
নদীর কোল ঘেঁষে ফুটে আছে অজস্র কাশফুল
মৃদু বাতাসে বারবার দোল খেয়ে স্বচ্ছ জলে ভেসে বেড়ায় শরৎ রুপের ভেলা।
দু'একটি ছোট মাছের হঠাৎ লাফিয়ে ওঠা প্রকৃতিকে মনে করিয়ে দেয় শরতের স্নিগ্ধ পরশ।
মনকাড়া শরতের অনারম্বর রুপের পরশে ভ্রমরও ভুলে যায় মধু খাওয়ার কথা!

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test