E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

সাকিব জামাল’র কবিতা

২০১৭ নভেম্বর ১৬ ১৬:৪৬:৪৫
সাকিব জামাল’র কবিতা 

হেমন্তে বৃষ্টি প্রেম


হেমন্ত বেলায়, ভেসে মেঘের ভেলায়,
অদিনে বৃষ্টির এমন ভ্রমন -
ভিন্নতা ভরা এক অপূর্ব শিহরণ ।
এ অবুঝ মন, খোঁজে উষ্ণ অলিঙ্গন,
এমন নিশিথে, এলোমেলো সুরে-
পাখি একটু করোনা কূজন !

মুচকি হেসে, আনমন বেশে,
অবাক চাহনি, ইশারায় তীর করে নিক্ষেপণ-
পাখি তোলে মনে, প্রেমের সারগাম বৃষ্টির ছন্দে !
হেমন্তের হিমেল পবনে, মন দোলে,
বুঝিনা কোন সুরে, কি করে তাল মিলাই, কোন রাগিনীর রাগে এখন -
পাখির মন পড়তে পরে যাই দন্ধে !

ছন্দে, দন্ধে-
হেমন্তের বৃষ্টি !
ভালোবাসি বলি-
নাকি বলি অনাসৃষ্টি !

মনে মনে ভাবি, যা হোক - আগুনকে ভালোবেসে কতো পতঙ্গ পুড়ে হয় ছাই -
তেমনি না হয় হোক, তবুও আমি তোমাকে চাই !
সাহাস করে পাখির প্রেমে, বৃষ্টির সুরে হেমন্ত সমীরণে বাজালাম সুর -
তখন হেসে পাখি বলে ভালোবেসে-
"সব কথা মুখে বলা যায় না, কিছু কথা বুঝে নিতে হয় !"
দুজনেই কূজনে বলি অবশেষে- হেমন্তে বৃষ্টি প্রেম: আহা, কী মধুর !

পাঠকের মতামত:

১৯ অক্টোবর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test