E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাকিব জামাল’র কবিতা

২০১৭ নভেম্বর ২৭ ১৫:২২:৩৭
সাকিব জামাল’র কবিতা







 

ভাগ্য পত্রঝরা বৃক্ষের মত


ধীরে, ধীরে- এক, একটি স্বপ্নের পাতা ঝরে পরে মানবজীবনে ।
বন্ধু, মেনে নাও- জগতের এ-ই স্বাভাবিকতা, বিষাদহীন মনে ।


না পাওয়ার বেদনায় অবসন্ন থেকোনা ।
আবার অসম্ভব কোন কল্পনায় মনও ভাসিওনা ।


হয়তো এমনও হতে পারে - ঝরা পাতার বৃক্ষ বসন্তে হবে সবুজ, ফল ফুলে রঙিন !
আবার হয়তো শীতল বেদনাতে থেকে থেকে- এসে যেতে পারে সময় ফুরানোর দিন !


এইতো জীবনের মানে !
ধৈর্যই উত্তম : প্রত্যাশা আর প্রাপ্তির হিসাবায়নে ।
দৃঢ়ভাবে মননে করো ধারন-
পত্রঝরা বৃক্ষের মতই ভাগ্যের গতিপথ- সৃষ্টিকর্তাই করেন নির্ধারণ ।

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test