E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাজী জুবেরী মোস্তাক’র কবিতা

২০১৭ ডিসেম্বর ২৫ ১৫:৩২:৩৫
কাজী জুবেরী মোস্তাক’র কবিতা







 

যদি ফিরে চাও

যদি আবার কখনো আমার স্পর্শটা চাও ,
বলবো আমি আবার সেই পাটি'টা বিছাও ,
যেখানে শুয়ে শুয়ে চাঁদকে হারাতে দেখেছি মেঘের স্রোতে ৷


যদি আবার কখনো আমায় ফিরে পেতে চাও ,
বলবো আমি সেই সাগরের কাছে ফিরে যাও ,
ঢেউ হয়ে হয়ে আমি ঠিক আছড়ে পড়বো তোমার উলঙ্গ পায় ৷


যদি আবার কখনো আমার ভালোবাসা চাও ,
বলবো আমি সেই ফুলেদের কাছে ফিরে যাও ,
যে ফুলের বিছানাতে বাসর সাজিয়েছিলাম তোমাকে নিয়ে ৷


যদি আবার কখনো আমার কন্ঠ শুনতে চাও ,
তবে বলবো আমি সেই ব্যালকনিতে দাড়াও ,
সেখানে বাতাস হয়ে ফিসফিস করে গান শোনাবো
তোমাকে ৷


যদি আবার কখনো আমার বুকে হারাতে চাও ,
তবে বলবো আমি সেই মাঠে অাবার দাড়াও ,
অবারিত হাতে আকাশ পানে চাও দেখবে হারাবে আমার বুকে ৷

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test