E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সীমু আফরোজা’র কবিতা

২০১৭ ডিসেম্বর ২৭ ১৫:৪০:১৬
সীমু আফরোজা’র কবিতা







 

রোহিঙ্গা

আমর নাম দিয়েছে রোহিঙ্গা
নীজের দেশেই জুটল না মোর জায়গা
অন্তহীন পথের যাত্রী হয়ে ,
আমি যে তৃষ্ণারত
চারিদিকে শুধু গোলাবারুদের শব্দ,
পালাতে পালাতে হয়ে গেছি পরিশ্রানত
দিকবিক হারিয়ে আমার জায়গা হল অবশেষে ,
সাধীন একদেশ বাংলাদেশে
এখানে কেউ আসে নাকো
আমার সতীত্ব হরন করতে ,
মেশানগানের ভয় দেখিয়ে
কাপর খুলে নিতে ,
অশ্রাব্য গালি দিয়ে চুলের মুঠি ধরে
হির হির করে ,টেনে নিয়ে যায় নাতো উঠনে ,
নগ্ন দেহের উল্লাসে হয়ে যায় ভোর
রক্ত চক্ষুর ভয়ে হিদয় কমপন মোর
জবনিকা মোর যায় নাতো এখানে ।
কচি ঘাসের বুকে নগ্ন পায়ে
হেঁটে বেরাই বুকে সাহসভরে ।
নিত্য হেটে বা দৌরে যাই ,কোথায়?
কোথায় আবার , ত্রাণের মাল আনতে ।
পরিশ্রান্ত নই দারিয়ে লম্বা লাইনে
খন পরেই খোজ নেয় লোকজনে জনে ।
আততাহুতি দেইনি আমি
বিরংগনা হয়ে প্রসুতি
সাধীন দেশেই উঠিবে জলিয়া
আমার আলোর বাতি ।

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test