E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাকিব জামাল’র কবিতা

২০১৭ ডিসেম্বর ২৭ ১৫:৪৪:৫৭
সাকিব জামাল’র কবিতা







 

হোক নিজ সংস্কৃতির জয়

সময় বয়ে যায়
কালের গর্ভে হারায় ।
পুরাতন দিনের সূর্য হয় অস্তমিত
নববর্ষের সূর্যকে জানায় সবাই স্বাগত ।
আনন্দ উৎসবে মাতে
সবাই নানা রঙে, ঢংঙে - স্বজনের সাথে ।


স্বাভাবিক !
কিন্তু ইংরেজি নববর্ষে দেখি ভিন্নতা এই বাংলার বুকে - হয়ে যাই শংকিত, দিকবিদিক !
বৈশ্বিক কারনে, এই বর্ষপঞ্জির পরিবর্তন প্রচলিত -
বিশ্বের সবদেশেই গৃহীত- অনুসারিত ।


যারা শুভেচ্ছা জানাচ্ছেন - সমাদৃত । তবে, আমি একটু ভিন্ন কথা বলি -
আমাকে আমাদের নববর্ষ উৎসব বিষয়ক স্বকীয়তার মানে বুঝাবেন কি ?


আমি যা বুঝি- আমি বাঙালী, পুরোপুরিই বাংলাদেশী
ইংরেজী নববর্ষে আনন্দিত হই ঠিকই-
তবে এইদিনে করিনা নকলবাজ নটের মত মাতলামী !
গাইনা অশ্লীল গান, করিনা অপসংস্কৃতির পাগলামী !


আমি বাঙালী, পুরোপুরিই বাংলাদেশী
সুস্থ সব সংস্কৃতির চর্চায় হই মুগ্ধ সর্বক্ষণই ।
আমার সংস্কৃতিই নাচায় আমার হৃদয়-

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test