E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেতা আসে নেতা যায়!

২০১৭ ডিসেম্বর ২৯ ১৫:১৭:৩৪
নেতা আসে নেতা যায়!







 

আলফ্রেড যোশেফ

নেতা আসে হায়! নেতা যায়, তবু আমাদের নেতা থাকে আমাদেরই পতাকায়
সবুজ জমীনে তার রক্তের বিন্দু বৃত্ত এক সূর্যের সমান!
সবুজ জমীনে মাটির গন্ধ, পলিমাটিতে লেখা তার নাম।
নদীর ঘোলা জলে ভাসে পদ্ম, শাপলা, তার পাতায় পাতায় লেখা তার নাম!
শালুক, শেওলা, দাম-প্রবাল, জন্মে দুরন্ত কিশোর কিশোরীর উজ্জ্বল হাসি হয়ে।
তা যেন নেতার বরাতে প্রতীক হয়ে উঠেছে আজ,
আমাদের, বাঙালির, বাংলাদেশের।
নদীর ভেতরে ঘুমায় মাছ মাছালি আর কাছিম কুমীরের ডিম্ব শাবক!
সেখানে আমাদের নেতার নাম জপে রঙিন মাছ আর পাথর নুড়ি।
বাতাসের ভেতরে বাতাস! জলের ভেতরে জল! মাটির ভেতরে মাটি!
তার ভেতরেও আমাদের নেতার নাম লেখা আছে অলৌকিকভাবে।
হে বন্ধু আমার! হে শত্রু আমার! তোমরা বিশ্বাস করো আর নাই বা করো!
মনে রেখো, আমার নেতার নাম লেখা আছে মাটির অভ্যন্তরে।

নেতা আসে নেতা যায়! হায়! কে কার খেঁজে রাখে বলো?
চলো, অন্য কোথাও, কোনো খানে চলো!
অন্য কোনো কথা বলো, তবু মনে রেখো নেতা আসে নেতা যায়!
আমাদের নেতা থেকে গেছে আমাদের অন্তরে,
মনে প্রাণে, রক্তে মাংসে আর এই বাংলায়।
নেতা আসে হায়, নেতা চলে যায়! শুধু আমাদের নেতা থেকে গেছে, এই বাংলায়!

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test