E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আলী আশরাফ খান’র কবিতা

২০১৭ ডিসেম্বর ৩০ ১৫:৪৫:০৯
আলী আশরাফ খান’র কবিতা







 

আর নয় নির্লিপ্ত-চাই প্রতিবাদী কন্ঠ


দিনে দিনে আমাদের অনুভূতিগুলি
কেবলই ভোঁতা হয়ে যাচ্ছে-যাচ্ছেই,
চারদিকে চিৎকার-ঘোরতর শব্দ দূষণ
কোনভাবে পৌঁছে না আমাদের কর্ণে।

অবাক করা ব্যাপার! মরা মানুষের মত...
দেখেও না দেখার ভাণ করছি প্রতিনিয়ত,
আগের মত জল নেই-নেই মায়াবী চক্ষু
পাষাণ কাকে বলে! হারায় পাষাণেরও!!

অন্যায়-অনাচার নিত্যনৈমিত্তিক ব্যাপার
সব খেয়ে ফেলতে চায় এ রাক্ষসের দল।
চোখের জলে ভাসে বুক- চৌচির মৃত্তিকা
গগণবিদারী হাহাকার পৌঁছে ওই মহাকাশে
তবু আজকাল কেউ তাকায় না কারো দিকে!!!

কি এক করুণ দশা এখন হয়েছে আমাদের...
যেন নিজরাই বেঁচে আছি না বাঁচার মত-
দেয়ালে পিঠ ঠেকেছে এবার তবুও নির্লিপ্ত!!!
প্রশ্ন জাগে মনে, আর কতকাল-কতকাল
ঘুমিয়ে থাকবো বন্দি হয়ে নেশার জালে?
এবার আর নয় নির্লিপ্ত-চাই প্রতিবাদী কন্ঠ।

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test