E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাকিব জামাল’র কবিতা

২০১৮ জানুয়ারি ০৮ ১৪:৪৩:৩৪
সাকিব জামাল’র কবিতা







 

দশ জানুয়ারি ঊনিশ শত বাহাত্তর

ঊনিশ শত একাত্তর মার্চ থেকে ডিসেম্বর
ইতিহাস সবার জানা ।
প্রতিরোধ - সংগ্রাম এরপর বিজয়
তবুও ছিল যেন অপূর্ণতা ।
থাকবেইতো - বাঙালির আরাধ্য পুরুষ
সেই মহান নেতা এখনো যে আসেননি ।
কোটি জনতার ক্লান্ত চোখ
মুক্তিযোদ্ধাদের দীর্ঘ প্রতিক্ষা
সাহসী নেতাদের সতর্ক অপেক্ষা
কখন আসবেন তিনি ?
সেই মার্চ থেকে আজ অবধি
কত দিন হয়নি দেখা জনকের মূখ
কত দিন হয়নি শোনা সেই চিরচেনা কন্ঠে প্রিয় ভাষণ
অবশেষে প্রতিক্ষার করে অবসান
নেতা-জনতার আবারো মিলিত মাহেন্দ্রক্ষণ
তিনি এলেন
মুক্ত মানবের আলোকবর্তিকা নিয়ে
জনতার মাঝে
সোনার বাংলায় -
'ধন ধান্যে পুষ্পেভরা বসুন্ধরায়' ।
দশ জানুয়ারি ঊনিশ শত বাহাত্তর
বিজয় পেল পূর্ণতা
জনকের নিদের্শনায় - হলো শুরু
বাঙালির গণতন্ত্রের পথে অভিযাত্রা ।

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test