E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আলী আশরাফ খান’র কবিতা

২০১৮ জানুয়ারি ০৮ ১৪:৫৭:৩৪
আলী আশরাফ খান’র কবিতা







 

কু-প্রবৃত্তি-সু-প্রবৃত্তির যুদ্ধ


আমি যখন ঘুমিয়ে পড়ি কিংবা গভীর রাতে জেগে উঠি
তখন আমার মধ্যে শুরু এক কু-প্রবৃত্তি-সু-প্রবৃত্তির যুদ্ধ।
আমি সৃষ্টি’র সেরা উপমা হয়েও কেন যেন প্রায়শ-ই
এই যুদ্ধে হেরে যাই আর অন্ধকার ঘিরে ধরে আমাকে।

এই হেরে যাওয়া কিংবা জয়ী হওয়ার যুদ্ধ অতি গুরুত্বপূর্ণ-
প্রথমে বাহ্যিকতায় না এলেও পরে প্রভাব পড়বে-পড়বেই।
অনেকেই ‘জেহাদ’ শব্দটিকে যেনতেনভাবে প্রকাশ করেন,
আমি তো এর চেয়ে বড় ‘জেহাদ’-যুদ্ধ খুঁজে পাইনি এখনও।

কু-প্রবৃত্তি যখন টানে গভীর থেকে এক গভীরতর অন্ধকারে
সু-প্রবৃত্তির প্রাণ যায় যায়! কি এক নিদারুণ যন্ত্রণা শুরু হয়-
তা কাউকে বোঝানোর ক্ষমতা আমার কোন দিন-ই হবে না
আর এমনি করেই হয়তো আমাকে চলে যেতে হবে পরপারে।

কু-প্রবৃত্তির অনলে যখন পুড়ি আমি পাগল হয়ে ঘুরে বিবেক
অর্ধ্বমৃত দেহ-মন যেন দিগি¦দিক হারিয়ে হয় বড্ড বেসামাল;
হঠাৎ সু-প্রবৃত্তির সবুজের সমারোহ আমার প্রাণে দোলা দেয়-
আমি জেগে উঠি-চাষাবাদ শুরু হয় আমাতে আলোর বিচ্ছুরণ।

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test