E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাকিব জামাল’র কবিতা

২০১৮ জানুয়ারি ২৮ ১৪:৪৪:৪৫
সাকিব জামাল’র কবিতা







 

কেউ অকবি, কেউ কবি

যে হতে চাও 'তারা'
সে যেওনা জনতার ভীরে,
আপনমনে জোনাক জ্বালাও-
নিজ স্বার্থের নীড়ে !


যে হতে চাও 'কবি'
যাও আমজনতায় মিশে,
মানবতার গান গাও তুমি-
বলুক যে, যা বিদ্রুপের শীসে !


যে হতে চাও 'তারা'
সে স্রোতের অনুকুলে ভাসাও নাও,
আপনমনে পাল তুলে দাও-
বাতাস যেদিকে পাও !


যে হতে চাও 'কবি'
সে তুমি, উজানে ধাও,
মানবতার কল্যাণে পথ চলো-
সঙ্গী না পেলেও কদম বাড়াও !


যে 'তারা' সে অকবি !
সে কবি যে আঁকে জনতার ছবি !

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test