E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সমরেন্দ্র বিশ্ব শর্মা’র কবিতা

২০১৮ ফেব্রুয়ারি ২০ ১৮:৩৯:৫৯
সমরেন্দ্র বিশ্ব শর্মা’র কবিতা







 

একুশ মানেই বাংলা ভাষা

একুশ মানেই বাংলা ভাষা
রক্ত দিয়ে কেনা
এই ভাষার কথা শুনলেই
বাঙালী যায় চেনা।
বাংলা আমার মায়ের ভাষা
বাংলায় কথা বলি
এ ভাষাতেই কবিতা লিখি
বাংলার আল-পথ দিয়ে চলি
কৃষক, শ্রমিক, হুজুর, মজুর
আমরা, মাকে ডাকব মা
মাকে যারাই মাদার মাম্মী বলে
তারা ইংরেজদেরই ছা।
গর্ব আমার আমি বাংলার
বাংলা আমার ভাষা
এ ভাষাতেই সব লিখব বলব
এটাই আমার আশা।

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test