E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাকিব জামাল’র কবিতা

২০১৮ এপ্রিল ১০ ১৫:১৭:৪৪
সাকিব জামাল’র কবিতা







 

ইট পাথুরে মন

যে মন ইট পাথুরে-
ওখানে ফুল ফোটেনা !
ফুল ফোটেনা !!
ফুল ফোটেনা !!!

বড় জোড় কিছু সবুজ শ্যাওলা জমে-
তা আঁকড়ে হয়তো জীবন চলে যেতে পারে -
ফুল ফোটেনা !
জীবন বিজ্ঞান বলে-
ফুল ফোটেনা - ইট পাথরে ।

বৃষ্টি পড়ে, সিক্তও হয়, কৃত্রিমতায় ।
হৃদয়খানা ভালোবাসাহীনই থেকে যায়- আক্ষেপ রয়ে যায় !

শ্যাওলা ভালো না বেসে. যদি ফুলকে ভালোবাসতে-
দুরত্বটুকুও আর থাকতো না!
হয়তো হতো তোমার আমার -
সুন্দর পৃথিবী !

মনটি তোমার উর্বর মাটি করো-
অপেক্ষায় আছি !
ফুল ফোটানোর আশায়-
বাঁচি, আরও কিছুদিন বাঁচি ।

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test