E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

মানিক বৈরাগী’র কবিতা

২০১৮ এপ্রিল ২০ ১৫:২৪:২৭
মানিক বৈরাগী’র কবিতা 

খুন হয়ে যায় তোমার অতীত

আখের গোছানোর "উৎকৃষ্ট সময় বয়ে যায়"
তিমিরে লালে লাল লালিমায় শংকা জাগায়
তোমাদের কি মনে পড়ে না সেই সব দিন ও রাতের কথা ?
এই হাভাতের দেশে কোটিপতিও ঋণ খেলাপি, কিন্তু তার জৌলুসের অন্ত নেই।
চেতন অবচেতনে আমাদের ভেতর একজন মীর জাফর , খন্দকার বসবাস করে।
সেই কালো রাতে কে আপন কে স্বজন আর কে খুনি ? আমরা চিহ্নায়নের চোখে মরীচিকা দেখেছি
পতনের পর মানুষ বুঝে ছিল কে খন্দকার আর কে তাজউদ্দীন।
আবারো সেই মুখোশ ভিন্ন রুপে, পুরাতন মদ নতুন মোড়কে দাপিয়ে বিক্রি হচ্ছে না?
হে অন্ধ মোহ তোমার চোখে ছানি লাগাও
দেখনা আর, করোনা আর নিজের সর্বনাশ
হে বিবেকি মন তুমি বধির হও,বলোনা কোন কথা,
কেটে নিবে জিহবা আর টোট
মতিভ্রমের দিনে নিজের ইবাদত নিজেই করা উত্তম।
কোন টি ফতোয়া আর কোন টি ফেতনার
বিবাদে না জড়িয়ে চিরায়ত এবাদতই উত্তম ।

জোড়াস,এজিদের জম্মতন্তুর ধারাবাহিকতায়,মীর জাফর,নাতুরাম গড়ছে ,খন্দকার মোস্তাক।
আল্লাহই জানে আগামীর খন্দকার কে!

যারা আখের গোছাতে চায়, গুছিয়ে নিক তারা
"দুঃখ করোনা বন্ধু, বাঁচো "
খুন হয়ে যাক তোমার অতীত।

তুমি কি নও সময় পুরুষ?

ক্ষমতার বিভরে মরীচিকার আস্ফালনে
হয়ত তোমারে খুঁজবে পিতার স্বজন।

তুমিও ক্রমশ উজ্জ্বল হবে স্ব-মহিমায়
তখন কাঁদবে পতন।

পাঠকের মতামত:

১৪ নভেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test