Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

সাকিব জামাল’র কবিতা

২০১৮ মে ২৩ ১১:৪৮:৫০
সাকিব জামাল’র কবিতা 

নজরুলাঞ্জলি

কবির আগমন-প্রস্থান স্মরণে সবার মতই আমি শ্রদ্ধা নিবেদন করি, স্মরি ।
তবে ফোটাতে চাই একটু ভিন্ন রঙের ফুল, জাগরণে চাই তার মত আলোকিত মানবকুল ।
আমার জাতীয় কবি, আমার প্রেমের কবি, আমার দ্রোহের কবি-
আমার কাব্যসাধনা জগতের গুরুকুল শিরোমনি: কবি নজরুলকে-
প্রচলিত শ্রদ্ধাঞ্জলি নয়,
কবিকে, আমি নিবেদন করছি "নজরুলাঞ্জলি" !
নজরুলাঞ্জলি : প্রেম এবং দ্রোহের রূপক "ফুল এবং মশাল" ।


কবির সমাধিতে আমি যেতে চাই-
ফুলেরঢালি নিয়ে এক হাতে-
অন্যহাতে মশাল !
হৃদপিন্ডের দুই অলিন্দে দুই চেতনার রক্তরঙ -
রাখতে চাই একপাশে প্রেম,
অন্যপাশে দ্রোহের স্রোত বহাল !
শোক এবং শক্তির উভয় আবহে নিউরণ উদ্ধীপ্ত রেখে,
প্রেম এবং দ্রোহের উভয় শক্তি আন্তরে মেখে,
কবিকে, আমি নিবেদন করছি নজরুলাঞ্জলি-
"ফুল এবং মশাল" ।

পাঠকের মতামত:

১৬ জুন ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test