E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মানিক বৈরাগী’র কবিতা

২০১৮ জুন ০৭ ১২:৫৮:৪৪
মানিক বৈরাগী’র কবিতা







 

মাথিনেরা কান্না, ঘুমাতে দেয় না


হাজার বছর ধরে ক্রমে রক্তপাতে এখানে আসিয়াছে তাহারা শান্তি ও শাসনের নামে
তাহারা পাড়ি দিয়েছে সমুদ্র নদী পর্বত গীরি বিপদ সংকুল পথ কত সাধনায় বাসনায়
সেই থেকে ভাগ ভিভাগ ভেদ বিভেদে খুন রাঙ্গা ভয় জাগা বিভতস আমরা
আমরা ভাঙ্গিয়াছি গড়িয়াছি
আমাদের নির্মাণ বিনির্মাণে

কতো যুদ্ধ কতো খুন কতো বাহিনী
তবুও
প্রত্ন মানুষেরা স্বস্থিতে ছিলো কোন দিন?
রেহায় পেয়েছে কি মানুষ স্বপ্নের দেশে?
এখানে
খুন হয় নেতা,খুন হয় নেতার পুজারি
সময়ের ভেদে বিভেদে মনুষ্য দুর্যোগে
এভাবেই

প্রতিটি জনপদে জন্ম নেয় মাথিনেরা

আর্থনাদ, ভয়ার্থ কন্ঠ,হ্যালো হ্যালো
"আমার হাজব্যান্ড কিচ্ছু করে নাই যে"।

সেই অধির প্রতিক্ষায় ভয়ার্থতায় নিশি পার
আরাধ্য পুরুষ হরণের যন্ত্রনা গুঙানিতে
মাথিনের কান্না
আমাকে ঘুমোতে দেয়না,ব্যর্থ হয় স্লিপিং পিল

রাষ্ট্র দানবেরা হরণ করে ঘুম সুখ
মাহিনের মতো নিরাপরাধ নির্বোধ মাথিন
তাহাদের বেদনা,ক্ষরণে সংক্রমিত হয়ে
আমি ও ক্রস চাই,স্থায়ি ঘুম চাই
হে রাষ্ট্র আমাকে একটি স্থায়ি ঘুম দাও

অভিশাপ দিচ্ছি তোদের ঘুমহীন যন্ত্রনার
তন্দ্রাচ্ছন্ন হতেই কর্ণে বাজে ভয়ার্থ অড়িও ক্লিপ
অভিশাপ দিচ্ছি আমি অভিশাপ দিচ্ছি
মাথিনের পক্ষ হতে কন্যার পক্ষ হতে
অভিশাপ দিচ্ছি বধির বেদনার

কালো বোরকা পরা দানবেরা সাইরেন চিৎকারে ছুটে দানব গতিতে
কেপে উঠে মাটি,ঠুটে যায় ঘুম ভয়ে

ও নাফ তুই জাগবি কবে
কেমনে বয়ে চলিস খুনরাঙা জল
নাফ তুই কি পারিস না অভিশাপ দিতে
"আব্বু তুমি কই যাচ্ছ যে
আব্বু তুমি বাড়ী আসবে না
আব্বু তুমি কান্না করছ যে*

কন্যার আহাজারিতে কাঁদে
দক্ষিনের পাহাড় সমুদ্র সমতল
কাঁদেনা শুধু খুন কারিগর আর বৈধ খুনি
এই মৃত্যু জনপদে মনুষ্য রুপে ছুটে শকুনের দল
সঙ্গবদ্ধ স্বস্ত্র দল ভিতিতে বাঁচি কি করে? একটি স্থায়ি ঘুম চাই ঘুম।
মাথিনের নিরাপত্তা চাই

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test