E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দীপক চন্দ্র পাল’র কবিতা

২০১৮ জুন ২৪ ১৪:৫৮:২২
দীপক চন্দ্র পাল’র কবিতা







 

ভয়াল আত্মনাদ

পথের চারি দিকে ভয়াল আত্মনাদ,
নির্মম হত্যাযজ্ঞে ঝাপিয়ে পড়েছে ঘাতকদল।
রক্তের হুলি খেলায় মেতে বর্বর দল-
অট্ট হাসিতে মশগুল।
বাংলার আকাসে বাতাসে মানব পচা গন্ধে ব্যাকুল প্রান্তর,জনপথ,
সব দেশ প্রেমিক স্বাধীনতাকামী মানুষ-আত্মগোপনে ছুটাছুটি-
অসহায়ত্বের নাগপাশে বির্পযস্ত গোটা দেশ।
সাত চল্লিশ থেকে একাত্তর, নির্মমতায় হায়েনার উল্লাস।
ভয়াল আত্মনাদে পালানোর পথ বন্ধ ।
পচাত্তরের রক্তাত্ত আগষ্ট। নিমর্মতার চিহ্ন,মানবতা লুণ্ঠিত।
ভয়াল গর্জন হুংকারে পিচাশের আস্ফালন,
গর্জে উঠে রক্ত-পিপাসু,হায়েনার দল।
অন্ধাকারে গর্জন হুংকারে প্রচন্ড শব্দে বর্সিত হয়েছে গুলি।
কান্নার রোল পথে প্রান্তরে-
সন্তান হারা মা-বাবা সকলে।
খোজে ফিরছে কত কাল ধরে সুবলে মা
কই আমার সন্তান সুবল,বলেই কান্নায় ভাসালো তার নয়ন ।
বাংলার আকাশে অমাবশ্যার গভীর আধারের ঘন-গটা।
ধূ-ধূ বালু-চর,ধূসর স্মৃতি,ফেলে আসা সেই অতীত।
বৈশাখের রাঙা-পলাশ শিমুল,এই মোহময় দিন
গড়িয়ে আষাঢ়-শ্রাবনের ধারা ।
আসিবে না আর ফিরে
জীবন বিলিয়ে স্বাধীনতা এনেছে যারা।।

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test