E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অজামিল বণিক’র কবিতা

২০১৮ জুলাই ১০ ১৭:৫৫:২৭
অজামিল বণিক’র কবিতা







 

আকাশ ও একটি শালিক


অঝোর বর্ষণ শেষে শ্রাবণের পড়ন্ত বিকেল।
সজল আকাশ যেন চেয়ে সকরুণ
কী গভীর বেদনায় স্তব্ধবাক।

আকাশ গাঙের জলে শ্রান্ত ডানার বৈঠা
ঠেলে প্রাণপণ
দলে-দলে ফিরছে পাখিরা আপন কূলায়।
অন্ধকার হয়ে - আসা সবুজের ভীড়ে
ফিরে-আসা পাখিদের সান্ধ্য কোলাহল;
দিন শেষে মিলনের জমেছে মুখর মেলা
পাখিদের।

একটি শালিক
পারেনি মিলতে শুধু আজ এ মেলায়,
খাবিখাচ্ছে অবিরাম শুধু কাঁদাজলে
পথের ওপর।

কয়েকটি ডানার ঝাপটা ম্রিয়মাণ,
তারপর
নিস্পন্দ।
নীরব।

কূলায় ফেরার আর নেই তাড়া তার
নেই আর বেঁচে থাকার প্রাণান্ত ধকল,
নেই কোনো শোকাতুর রোল
নেই কোনো ভীড় তবু পথের ওপর।

তবুও সজল চোখে চেয়ে চেয়ে অপলক
যেন মূর্ত মমতা অপার
ভাষাহীন বেদনায় ফেলে দীর্ঘশ্বাস
শ্রাবণের ক্ষান্ত-বর্ষণ বিষণ্ণ আকাশ।

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test