E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

ফয়সাল হাবিব সানি'র প্রেমের গুচ্ছ অণুকাব্য

২০১৮ জুলাই ১১ ১৬:০১:৪৬
ফয়সাল হাবিব সানি'র প্রেমের গুচ্ছ অণুকাব্য 

১. চলে গেলে তবু রয়ে যায় মানুষ
রয়ে গেলে তবু ক্ষয়ে যায় মানুষ
ভালোবাসা মারা গেলে প্রত্যাখ্যাত প্রেমিকের পাশে
এখনও তার ছেড়ে অাসা অাঙ্গুল বুক খাঁমচে ধরে প্রবল দীর্ঘশ্বাসে!

২. শোনো মেয়ে, অামার এ জন্মে একটিমাত্র কিচ্ছে অাছে
তোমার বুকের মধ্যেখানে থাকবার খুব ইচ্ছে অাছে।

৩. এভাবে চলে গেলে ঠিক ছেড়ে যাও
যতোটুকু ছেড়ে গেছো, ঠিক ফিরে যাও
কতোটুকু কাছে তুমি- না দেখা অন্ধ হৃদয় জানে
অাসলে প্রেম মানে মিলন নয়, অদ্ভুত বিরহের মানে!

৪. অামার ঈশ্বর অাবারও জেনেছে, অামি তোমায় ছাড়া বাঁচব না! যেমন জলের মাছ বাঁচে না জলহীন
তেমনি তোমায় ছাড়া সবটুকুই পুরোটা অামার জন্মমাত্র লীন!

৫. অামায় তোমায় ছাড়া একলা লাগে, বুকের ভেতর মেঘলা লাগে, দৈন্য লাগে, শূন্য লাগে ভীষণ রকম
ভেতর ভেতর অসুখ জাগে, হাড়কাঁপুনি বিসুখ জাগে, ক্ষত বাড়ে মাংস বাড়ে অদ্ভুত গভীর কোথাও দারুণ জখম!

৬. বুকের ভেতর রোদ্রের খড়া, চৈত্র পুড়ে যাক
বুকের ভেতর ম্যাজিক কিছু, একটা হৃদয় থাক!
বুকের ভেতর এক রমণী, এক নারীরই প্রেমে
জন্ম অামার স্বর্গ হতে ধূলায় অাসুক নেমে

৭. প্রেমকে মহৎ করে চোখের জল, তেমনি চোখের জলকে মহৎ করে তোলে এক একটি হৃদয়;
মানুষ জন্মলব্ধ প্রেমমত্ত প্রাণি- তাই সে চোখের জলকে এড়িয়ে প্রেমে প্রবেশ করতে পারে না। অার পারে না বলেই চোখের জলে বুনে চলে তার জীবনের অর্ধেকেরও বেশি একটা অধ্যায়!

৮. অামার সাগর হতে এখন খুবই ইচ্ছে
তবু কে যেন কে বুকের স্রোতে দিচ্ছে ভয়!
অামার খুবই ইচ্ছে হয়- তোমার ভেতর, তোমার মাঝে চুপটি করে লুকিয়ে থাকি
না হয় অামার পাঁজর খসা রক্ত দিয়ে ইচ্ছেমতোই তোমাকে রাঙায়, তোমাকে অাঁকি।

৯. বুকের ভেতর উথাল-পাথাল, নাম না জানা ঢেউ
ফুল জেনেও শরীরে জড়ালো কাঁটা, ছাড়ালো না তো কেউ!
বুকের ভেতর ব্রহ্মপুত্র, গঙ্গা, স্বরসতী
জন্ম বেঁচলাম তোমার নামে, প্রেমের অরুন্ধতী।

১০. এই জনমেই চাইছি তোমায়, পারলো ওই জনমেও এসো
মেয়ে, তোমার বুকের কসম দিলাম- অামায় ভালোবেসো।

পাঠকের মতামত:

১৪ নভেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test