E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফয়সাল হাবিব সানি'র কবিতা

২০১৮ জুলাই ১৩ ১৩:১৬:৩৮
ফয়সাল হাবিব সানি'র কবিতা







 

অামি বরঞ্চ প্রেমিক হবো

কষ্ট পেয়ে মানুষগুলো কেনো নদী হতে চায়!
নদী শুধু কাঁদতে জানে, নদী তো অার পাথর ধরে রাখতে পারে না-
তার চেয়ে অামি বরঞ্চ প্রেমিক হবো; বুকে করে অসহ্য পাথরের ভারে দুর্বিষহ বাঁচব ভীষণ!
প্রেমিকেরা কাঁদতে জানে না, তারা বুকের মধ্যে দুঃসহ গড়া ওঠা অাশ্চর্য পাথরে পাথরে অাগুন জ্বালাতে জানে!
অামি না হয় প্রেমিক হবো- অাগুন জ্বালিয়ে পোড়াব শশ্মান, পৃথিবীর সকল প্রত্যাখ্যাত প্রেমিকের জীবাশ্ম জীবন্ত মৃতদেহ!

তবে অামি বুঝতে পারি না, প্রেমিক হবার পর মানুষগুলো কেনো এমন নিঃস্ব হয়ে যায়!

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test