E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সমরেন্দ্র বিশ্বশর্মা’র কবিতা

২০১৮ আগস্ট ০৯ ২৩:২৯:৫৭
সমরেন্দ্র বিশ্বশর্মা’র কবিতা







 

তুমি চির সবুজের বাংলাদেশ


মুজিব, তুমি বাঙালীর বাংলার
তুমি বাংলার অবিসংবাদিত নেতা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তোমার হাত ধরেই এসেছে মহান মুক্তিযুদ্ধ
এসেছে স্বাধীনতা আর লাল সবুজের পতাকা
তুমি মুক্তিযুদ্ধের মহানায়ক, বাঙালী জাতির স্রষ্টা।

কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে উল্টোদিকে ফেরাতে
যেসব নরপিশাচরা তোমাকে র্নিদয়ভাবে হত্যা করেছে
তারা চায়নি বাংলাদেশ, চায়নি একটি লাল সবুজের স্বাধীন পতাকা
স্বাধীনতা আজও চায়না তাদের উত্তরসুরিরা।

তারা চিরকালই ঘৃনিত এই বাংলায়
মানুষের বিচারে চিরদিনই তারা
হিংস্র জানোয়ারের চেয়ে আরো জানোয়ার
তাদের মর্যাদা বিবেকবান মানুষ হিসেবে কখনই না।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতে, হত্যা করে তোমাকে
হত্যা করতে পারেনি তোমার আদর্শকে
সেদিন রেহাই পায়নি আট বছরের শিশু রাসেলও
নারী শিশুর বিচার ছিলনা একেবারেই তাদের।

এর পর এখানেই ক্ষান্ত না থেকে
জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় নেতৃত্বশূণ্য করতে
জেলখানার ভেতর জাতীয় চার নেতাকে
করেছে নিষ্ঠুরভাবে হত্যা।
তারা চেয়েছিল মুক্তিযুদ্ধের চেতনায় মুজিব আদর্শকে
বাংলার মাটি থেকে মুছে ফেলতে।

কিন্তু তাদের জানা ছিলনা
মুজিব মানেই ঐতিহ্যের ইতিহাস,
মুজিব মানেই একটি আদর্শ,
মুজিব মানেই একটি জাতিসত্বা,
মুজিব মানেই মুক্তিযুদ্ধের স্বাধীনতা,
মুজিব মানেই চিরদিনের লাল সবুজের বাংলাদেশ।

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test