E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সেলিম আল দীন জন্মোৎসব

২০১৪ জুলাই ১৬ ১২:১৫:২৭
সেলিম আল দীন জন্মোৎসব

ডেস্ক রিপোর্ট : প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৫তম জন্মবার্ষিকী ১৮ আগস্ট। এ উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৬ আগস্ট থেকে ঢাকা ও ময়মনসিংহে পাঁচদিন ব্যপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০১৪’ আয়োজনের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন উৎসবের আহ্বায়ক জাহিদ রিপন।

উৎসবের উদ্বোধনী, দ্বিতীয় এবং সমাপনী দিবসের অনুষ্ঠানমালা ঢাকা শিল্পকলা একাডেমীতে এবং তৃতীয় ও চতুর্থ দিবসের অনুষ্ঠানমালা ময়মনসিংহ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে।

এ উৎসবের উদ্দেশ্য প্রসঙ্গে জাহিদ রিপন বলেন, ‘সেলিম আল দীনের দর্শন তথা হাজার বছরের ঐতিহ্যের ধারায় আধুনিক বাংলা নাট্যরীতি বিষয়ক সচেতনতা কেবল রাজধানীতেই সীমাবদ্ধ না রেখে বরং তা সমগ্র দেশে ছড়িয়ে দেওয়ার আকাঙক্ষা থেকেই এ উৎসব। একই সঙ্গে ঢাকা ও ঢাকার বাইরে আয়োজন করা হচ্ছে।’

‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০১৪’র কর্মসূচিতে থাকছে সেলিম আল দীনের নাটক ‘হরগজ’ (স্বপ্নদল), ‘ফেস্টুনে লেখা স্মৃতি’ (স্বপ্নদল), ‘জ-সি ও বিধি বেলুন’ (থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল), ‘যৈবতী কন্যার মন’ (জাহাঙ্গীরনগর থিয়েটার, জাবি) প্রভৃতি নাট্যপ্রযোজনা মঞ্চায়ন, ‘চর্যাগানের দল’ (সখিপুর, টাঙ্গাইল) ও ‘কিস্যা কাহিনি’ (ঢাকা)-র পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান, নাট্যাচার্যের জীবন ও শিল্পকর্ম বিষয়ক আলোচনা, নাট্যাচার্য সেলিম আল দীনের শিল্পভাবনা বিষয়ক দু’টি সেমিনার ও একটি কর্মশালা, নাট্যাচার্য সেলিম আল দীন স্মারক পদক প্রদান ও পদকপ্রাপ্তর হাত থেকে ‘হরগজ’-এর গ্রন্থিকদের রজত-মঞ্চায়ন স্মারক প্রদান, নাট্যাচার্যকে উৎসর্গ করে রচিত সঙ্গীত-কোরিওগ্রাফি পরিবেশনা, পোস্টার-আলোকচিত্র-ভিডিও প্রদর্শনী, নাট্যাচার্যের প্রতিকৃতি ও পুষ্পার্ঘ সহকারে উৎসব চত্বরসমূহ সজ্জা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধি অভিমুখে স্মরণ শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি নিবেদন প্রভৃতি।

(ওএস/এইচআর/জুলাই ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test