E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মানিক বৈরাগী’র কবিতা 

২০১৮ নভেম্বর ২১ ১৫:৩৭:১৭
মানিক বৈরাগী’র কবিতা 







 

মিলাদুন্নবীতে ইয়েমেনি শিশুর আর্তনাদ

খোশ আমদেদ ঈদে মিলাদুন্নবি
খোশ আমদেদ জন্মদিন নবীজী
আইয়ামে জাহেলি জামানায় এসেছিলে তুমি

খুশিতে আটকানা মরুবাসি ফুল পাখি বৃক্ষ নদী
আধুনিক জাহেলিয়া যুগে যুদ্ধ বোমা হামলা ক্ষুধায় মরে দুগ্ধপোষ্যশিশু, খাদ্যাভাবে কঙ্কালসম শিশু হয় ভৌতিক জীব
বোমা আর গুলিতে মরে ভাই বোন বাবা জননী
নবী মানব জাতির শান্তি সৌহার্দের জন্য
রচেন মক্কা মদিনা রিয়াদে শান্তির "মদিনা সনদ"
মানবতার নবী মুহম্মদ সমগ্র মানবজাতীর
খোদার কাছে মোনাজাতে মওকুফ করেন
কবর আজাব সমগ্র আরব জাহান
সেই আরবে এজিদ বংশীয় সৌদিরাজ

তারাই আজ নাফরমানি করে ইয়েমেনে
অতর্কিত বোমা হামলা অবরোধ করে
ক্ষুধা অপুষ্টি যুদ্ধে মরে পঁচাশী হাজার শিশু
নবীর মতো এতিম হয় হাজার শিশু
ঘৃহহারা, স্বামীহারা কত জননী ভাই ভগ্নী একমাত্র খোদাই জানে, নবীই জানে
আমি এ বাংলার নবীর রূহানি উম্মত
মোনাজাত করি নবীর নামে খোদার কাছে
পেয়ারা নবীর নিরিহ উম্মতের প্রাণ বাঁচাবার তরে
নবীর রূহহানি রাহমত নাজিল হোক আরবে
এজিদি বাদশার কলব দরবার ও সভাসদে

ফরিয়াদ করি ইয়েমেনী মা ও শিশুর জন্য
খোদা রক্ষা করো সৌদি জাহেলিয়াত থেকে
রক্ষা করো খোদা
ঈমান আকিদা কোরান সুন্নাত মানবজাত।

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test