E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফয়সাল হাবিব সানি'র প্রেমের অণুকাব্য

২০১৮ ডিসেম্বর ১৯ ১৫:৩৬:১৯
ফয়সাল হাবিব সানি'র প্রেমের অণুকাব্য

অাসন্ন `অমর একুশে গ্রন্থমেলা-২০১৯'- এ প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় তরুণ কবি ফয়সাল হাবিব সানি'র ষষ্ঠ কবিতাগ্রন্থ ‘তাড়ার কাছে ফেরার নেই"। এই কবিতাগ্রন্থ থেকে ১০টি প্রেমের অণুকাব্য:




 

১. বলেছে অামায় শরীরের প্রিয় জ্বর!
সে যাবে না কিচ্ছুতে-
নইলে হতে হবে তোর
হতে হবে তোর।

২. এইবার হাত ছেড়ে দিয়ে যে যার মতো দুজন দুদিকেই তো চলে যেতে পারি!
কামগন্ধের শরীর বাদে একবার দিব্যি মন ছুঁয়ো নারী।

৩. শরীর!
তোমার প্রতি মানুষগুলোর কেনো এতো ঝোঁক?
বিশুদ্ধ হৃদয়ের কাছে হে শরীর, তোমার মৃত্যু হোক।

৪. মন চায়, পাহাড় হয়ে যায়-
পাথরে পাথরে অাগুন জ্বলুক
কেউ অামায় ভালোবাসে, এসে হরিণীর মতো কাজল চোখেতে বলুক।

৫. মানুষগুলো এভাবে কী অাজব দেহের জন্য ছোটে!
কিন্তু কেউ জানলো না প্রতিদিন কতো প্রেম শুধু তার মনের খোঁজে ফোটে।

৬. পৃথিবীতে বারবার মরেও যারা বেঁচে ছিলো, অামি নিশ্চিত বুকের সর্বব্যাপী পবিত্রতা স্পর্শ করে বলে দিতে পারব- তারা ছিলো জন্মকষ্টের অাজন্ম অামৃত্যু প্রেম রোগাক্রান্ত প্রার্থী কোনো প্রেমিক বা প্রেমিকা।

৭. অামি হারিয়ে গেলে খোঁজো না প্রেম- তখনও বুকে কী তোমার অাজব নীলাঘাত হবে না!
অামি অাছি রবো বুকে মিশে তোমার, তবুও কি তোমার বুকে অাস্ত অামায় ছোঁবে না?

৮. অামাদের হয়তো দেখা হয়নি কোনোদিন, এ জীবনে হয়তো কখনো কথাও হবে না ঢের;
তাও বুকপোষা জলপ্রিয় শুধু ওই ভালোবাসা জানে, মনের দেখার থেকে বড়ো দেখা চোখেতে নেই, শুশ্রূষার থেকে বড়ো প্রেম এ মানুষজন্মে নেই, হৃদয়ের থেকে বেশি ভাষা মুখের ভেতরে ও বাইরে কোথাও নেই, কোথাও নেই।

৯. এই পৃথিবীর মানুষগুলো প্রেমের শুদ্ধতায় অাবারও হৃদয়ের বর্ণমালা লিখুক,
এই পৃথিবীর মানুষগুলো অাবারও ভালো ভালোবাসতে শিখুক।

১০. এই পোড়া বুক নিয়ে অামি অার কতোটুকু পারি?
দিয়েছি যতোটুকু প্রেম তাও ঢের ভারি!

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test