E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফিরোজ খান’র কবিতা

২০১৮ ডিসেম্বর ২২ ১৪:৫০:৪২
ফিরোজ খান’র কবিতা







 

"৭১"-সালের স্বাধীনতার ফলাফল; "১৭"-সালে নতুন রূপে রূপান্তরিত

৭১-এর অর্জিত স্বাধীনতা ১৭-এর সহনশীলতা
গড়ে উঠেছে ব‍্যবধানে নতুন স্বপ্নের বাংলাদেশ
আমরা এগিয়ে আছি অগ্ৰযাত্রা নিয়ে নতুন পথে
আজ হতে পেরেছি একে অপরের জাতি-ভাই।
--
৭১-বিজয় ফলাফল ছিলো সকল কষ্টের সাক্ষী
বহু ত‍্যাগের বিনিময়ে আলোকিত হয়েছে বাংলা
অর্জিত হয়েছে নতুন বাংলা ও একটি মানচিত্র
স্বাধীনতা সকল,বাঙালির বড় অবদানের চিত্র।
--
শুধু”বাঙালির জন্য”৭১-এর জয় ছিল সুখের
১৭-এর সহনশীলতার ফলাফল ছিল বিজয়ের
এই দিনে দুচোখে দেখি সকল রোহিঙ্গাদেরকে
মিয়ানমার থেকে আশা অসহায় ভাই বোনদের।

--
রোহিঙ্গাবাসি ভাই-বোনদের আহাজারি ও কষ্ট
থেমে নেই কোনো মুসলিম সংগ্ৰামী বাঙালি
কর্তব্য পালনে সকলেই যেনো থাকে এক হয়ে
সবাই মিলেমিশে সহযোগিতা করবে ওদেরকে।
--
সত্যিই আজ প্রমাণিত হল“মানুষ,মানুষের জন্য "
টেকনাফ ও তেতুলিয়ায় আছে দেশেের মানুষ
“দশ লক্ষ্য”রোহিঙ্গাবাসীকেে করতে সেবা সাহায্য
বাংলাদেশের মাটিতে করতে বসবাস একসাথে।
--
রাখবেে বাঙালির হাতে হাত শক্ত করে একত্রে
৭১-এ স্বাধীন হ‌ওয়া বাংলায় মিলেমিশে থাকতে
রোহিঙ্গাদের দেখবো সবাই আপনজন ভেবেই
দিবনা কখনও কষ্ট রোহিঙ্গাদের মনে কিছুতেই।
--
ওরাও’ সৃষ্টি ,রক্তে মাংসে একই রকম দেখতে
হতে পারে ওরা অসহায়-গরীব, কিংবা রোহিঙ্গা"
তবুও ওদের পরিচয়,ওরা নয় গরীব ওরাও মানুষ
ওরা ও সৃষ্টির সেরা জীব“সকল সৃষ্টি জগতের।
--
"মানুষ মানুষের জন্য"একথাই চিরসত‍্য ও ধন‍্য
ভালোবাসে ওরা ওদের কষ্টের ছোট জীবনকে
তাইতো পালিয়েছে মিয়ানমার হতে বাংলাদেশে
"মানুষের মাঝে বসবাস করবে বলে একসাথে।
--
“মানুষ”মানুষের জন‍্যে একথাই মানবে সকলে
৭১-এর সংগ্ৰামে হয়েছি আমরা সফল ও বিজয়ী
১৭-যেনো ৭১-এর বিপরীতে থাকা এক বড় শক্তি
বিশ্বের কাছে বাংলাদেশের সুনামে হয় মুখরিত।
--
একটি কথা বলে দেয় বারে বারে সকল সফলতা
সততার কথা বিশেষজ্ঞগণ লিখে যান প্রকাশে
বাংলাদেশের সকলেই মেনে চলবে সঠিক কথা
সততার পথে চলবে সত‍্যের মানুষের পরিচয়ে।
--
বাঙ্গালীরা কাদঁতে জানে কষ্টকে সহজেই মানে
বিপদে করবেন আল্লাাাহ সবসময় সাহায‍্য সেবা
মাথা গোজার ঠাঁই অবশ্যই পাবে রোহিঙ্গারা
আমরা মুসলিম আমরাই বিজয়ী সন্তান দেশের।
--
কোথাও অভিযোগ না পাই রোহিঙ্গাদের বিরুদ্ধে
সবাই চলব সবসময় মনে শক্তি নিয়ে একসাথে
দাড়িয়েছি টেকনাফে রোহিঙ্গাদের পাশে গিয়ে।
থাকবো রোহিঙ্গাদের পাশাপাশি করতে সাহায্য।
--
বাংলাদেশ দাড়িয়ে গিয়েছে মনে শক্তি জুগিয়ে
আমরা সকল মুসলিম জাতি একে অপরের ভাই
এক মুসলিম অন‍্য মুসলিমের সঙ্গী সাথি মানব
আজকের শিশু আগামীকালের বাংলার চিত্রর।
--
সামনের দিকে নতুন ভাবে দেখব বাংলাদেশ
আমরা পারি আমরাই গড়ি স্বপ্নের সুন্দর স্বদেশ
কোনো দেশ পারেনি যা কখনও পেরেছি আমরা অসহায় মানুষের পাশে দাড়িয়ে করেছি প্রমাণ।
--
ঠিক আজ মনে পড়ে সুকান্ত ভট্টাচার্যের কথা
তার ছাড়পত্র”কবিতায় প্রকাশ করে লিখেছেন
"যে কথাগুলো;’তা যেন চিরসত‍্য লিখব আমি
লিখতে চাই সুকান্তের মূল‍্যবান কবিতার কথা।
--
আমার এই(১৭ ও ৭১) কবিতার পাতায় রাখতে
“অবশেষে সব কাজ সেরে,“আমার দেহের রক্তে,
নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, সবসময়
তারপর হবো ইতিহাস”বাংলাদেশের পরিচয়ে।
--
“বলে যাই আমি,একটি কথা–শোনো সকলেই
"মনোবল আর শক্তি মনেতে রেখে চিরকাল
৭১এর কষ্টকর জয় বলে ১৭ নতুন জয়ের কথা
বিপরীতে লেখা ৭১"ও ১৭"এর বিজয়ে গাথা।
--
মনে থাকে আলো খারাপ কথাও লাগে ভালো
সকলের কাছে হয়তো লাগেনা খারাপ ভালো
“মানুষ”মানুষের জন্য জীবন ধন‍্য দেশের জন্য
এইকথাটি মেনে চলব সকলেই সবসময়।
--
সকলের জীবন তখনই হবে ধন‍্য ও পরিপূর্ণ
হোক না ওরা ভিনদেশী তবুও ওরা মানুষ জাতি
দিবো রোহিঙ্গাদের বাংলার মাটিতে আশ্রয়
বাংলাদেশের মানচিত্রে থাকবো হেসেেখেলে।
--
অভিবাসীরাও মানুষ,কখনও “অভিশপ্ত নয়"
পৃথিবীতে নতুন কিছু গড়ে ইতিহাস হয়েছে যারা
তারাও ছিলেন অনেকেই অভিবাসীত অদিবাসি
একথা লেখা ইতিহাসের বিভিন্ন পাতায় পাতায়।
-
দেখা যায় ইতিহাসে সকল জয় যা ছিলো সত্য
বিভিন্ন ইতিহাসের পাতায়,স্বর্ণাক্ষরে লেখা বিজয়
“আইনস্টাইন; ছিলেন একজন”অভিবাসী;মানুষ
কথা চিরসত‍্য আছে কলমে লেখা বইয়েতে।
--
বিভিন্ন ভাবে ইতিহাস দিয়েছে সঠিক প্রমাণ
চলবো মেনে ইতিহাসের কথা সকলেই সবসময়
ভুলে যেন না যাই কভূ,,,মানুষ, মানুষেরই জন্য।
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনাও ভাই।

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test